প্রায় চার কোটি ভারতীয়র হাতে কোনরকম স্মার্টফোন থাকবে না ! সমীক্ষায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য !

লকডাউন এর বিধি-নিষেধ যদি না উঠে যায় তাহলে মনে করা হচ্ছে প্রায় চার কোটি ভারতীয়র হাতে আর স্মার্টফোন থাকবে না মে মাসের শেষের দিকে ! 

শুনতে অবাক করা হলেও সত্যি ! 

এর কারণ লকডাউন এর জন্য তারা তাদের খারাপ হয়ে যাওয়া স্মার্টফোন সারিয়ে তুলতে ব্যর্থ হয়েছেন ! 

মে মাসের 3 তারিখ পর্যন্ত ভারতে চলছে সম্পূর্ণ লকডাউন ! 

এরমধ্যে স্মার্টফোন বিক্রি বন্ধ রয়েছে তার সাথে বন্ধ রয়েছে স্মার্টফোনের আফটার সেল সার্ভিস ।

তাই খারাপ হয়ে যাওয়া পার্টস বদলানোরও কোন উপায় নেই অনেকেরই !

আরও জানুন : ভোডাফোন-আইডিয়া দৈনিক 2GB ডেটা প্ল্যানের সঙ্গে দিচ্ছে ডাবল ডেটা ! সুখবর !

যার জন্য সমস্যায় ভুগতে হচ্ছে কোটি কোটি ভারতীয় কে !

ইন্ডিয়ান সেলুলার এন্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন এর তথ্য অনুযায়ী এখনই প্রায় আড়াই কোটি ভারতীয়র হাতে ননফাংশনাল স্মার্টফোন রয়েছে ।

অর্থাৎ এগুলি কোন ভাবে খারাপ হয়ে গেছে এবং এখন কাজ করছে না । 

আর আফটার সেলস সার্ভিস বন্ধ থাকার জন্য সেগুলোর সারানোও সম্ভব হচ্ছে না !

এখন সমস্যা মিটলে লকডাউন কবে তুলে নেওয়া হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে এক বিপুল সংখ্যক স্মার্টফোন ব্যবহারকারী !