সারাবিশ্বে শোরগোল ফেলে দেওয়া অডিও বেসড সোশ্যাল মিডিয়া ক্লাব হাউস(Clubhouse) এবার এন্ড্রয়েড প্লাটফর্মের জন্যও এভেলেবেল হয়ে গেল। iOS প্লাটফর্মের জন্য অনেক আগেই অ্যাপ্লিকেশনকে লঞ্চ করে দেওয়া হয়েছিল। এবং ক্রমশ জনপ্রিয়তার শীর্ষে উঠছিল এই অ্যাপ্লিকেশন।
এটি একটি অডিও বেসড সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। যেখানে নানান ইন্টারেস্ট এর উপর ডিপেন্ড করে নানান ধরনের রুম তৈরি করা হয়। আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে ইন্টারেস্টেড থাকেন। তাহলে আপনি সেই রুমে জয়েন করে সেই রুমের পার্টিসিপেন্টদের সাথে সেই নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে পারবেন।
নিশ্চিতভাবেই প্রচন্ডরকম জনপ্রিয়তা পেয়েছিল এই অ্যাপ্লিকেশন। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এবার Android প্ল্যাটফর্ম এর জন্য লঞ্চ করে দেওয়া হলো এই অ্যাপ্লিকেশনকে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেছে ক্লাবহাউস। দেখেনিন তাদের করা টুইট-
Android প্লাটফর্মে বেশ কয়েকদিন আগেই pre-registration শুরু হয়ে গিয়েছিল এই অ্যাপ্লিকেশনের। আপনি যদি pre-registration করে অটো ডাউনলোড অন করে রাখেন। তাহলে অটোমেটিক আপনার স্মার্টফোনে ডাউনলোড শুরু হয়ে যাওয়ার কথা অ্যাপ্লিকেশনের।
জেনে নিন : Twitter শুরু করলো Account Verification প্রসেস, কিভাবে এপ্লাই করবেন? জেনেনিন এখুনি
তবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারলেও এখনই আপনি এই এপ্লিকেশন ব্যবহার করতে পারবেন না। যদি না আপনার কাছে ইনভাইট কোড(Invite Code) থাকে। অর্থাৎ আপনাকে অন্য কোন Clubhouse ইউজার এর কাছ থেকে ইনভাইট কোড পেতে হবে। তবেই আপনি এই অ্যাপ্লিকেশনে জয়েন করতে পারবেন। iOS প্লাটফর্মের জন্যও এই নিয়মের ব্যতিক্রম ছিল না।
আর সেই নিয়ম লাগু হল অ্যান্ড্রয়েডের জন্যও। আপনি চাইলে এখন এই অ্যাপ্লিকেশনে ওয়েট লিস্ট এ জয়েন করে থাকতে পারবেন। আর যদি আপনি কোড সংগ্রহ করতে পারেন। তাহলে তো কথাই নেই। সেক্ষেত্রে আপনি এই এপ্লিকেশনকে ব্যবহার শুরু করে দিতে পারবেন এখনই।
Clubhouse এর জনপ্রিয়তা দেখে ইতিমধ্যেই টুইটার নিয়ে এসেছে টুইটার স্পেস(Twitter Space)। আর ফেসবুকে এইরকম অডিও বেসড একটি প্লাটফর্ম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। তারপর শোনা গিয়েছিলে TikTok এর প্যারেন্ট কোম্পানি Bytedance-ও তৈরি করতে চলেছে এই ধরনের Application। তাই আপনি যদি এই প্লাটফর্মে আপনার অ্যাকাউন্ট খুলতে চান। এখনি গুগল প্লে স্টোর(Google Play Store) ভিজিট করুন।