ঘরে বসেই চেক করুন আপনার Xiaomi স্মার্টফোনের Repairing Status, খুবই সুবিধা হবে, জেনেনিন সঠিক পদ্ধতি

আপনি কি আপনার শাওমি স্মার্টফোন রিপেয়ারিংয়ে দিয়েছেন। আবার ভিড় ঠেলে সার্ভিস সেন্টারে গিয়ে নিয়ে আসতে হবে ভেবেই জ্বর আসছে? তাহলে আর চিন্তা নেই। দারুন সুবিধা রয়েছে শাওমির গ্রাহকদের জন্য। 2017 সাল থেকেই স্মার্টফোন রিপেয়ার স্ট্যাটাস ট্রাকিংয়ের সার্ভিস দেওয়াশুরু করেছিল শাওমি। 

চলুন দেখে নেওয়া যাক আপনার স্মার্টফোন রিপেয়ারিং-এ দিয়ে কিভাবে আপনি অনলাইনেই তার স্ট্যাটাস দেখতে পারবেন। 

কিভাবে শাওমি রিপেয়ার স্ট্যাটাস চেক করবেন?

শাওমি রিপেয়ারিং স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই Mi India Repair Status ওয়েবসাইটে চলে যান। https://www.mi.com/in/service/repairstatus/ এইটা হল ওয়েব এড্রেস। 

ওয়েব সাইটে যাওয়ার পর সেখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার জায়গা পাবেন। ঠিক যে নাম্বারটা দিয়ে আপনি আপনার প্রোডাক্ট সার্ভিসিংয়ের পাঠিয়েছেন সেই নাম্বারটা কেই এখানে টাইপ করে দিন।

এছাড়াও আপনি আপনার সার্ভিস নাম্বার, আইএমইআই নাম্বার অথবা অর্ডার নাম্বার ব্যবহার করতে পারবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে OTP চলে আসবে।

জেনে নিন : Covid-19 ভ্যাকসিন বুক হল আরও সহজ, নয়া উদ্যোগ PayTM এর

সেটি দিয়ে সাবমিট করে দিলেই আপনার সামনে একটি নতুন রিসিপ্ট এসে যাবে। সেখানেই আপনার ডিভাইসের রিপেয়ার স্ট্যাটাস দেখিয়ে দেওয়া হবে।

তার মধ্যেই আপনার ডিভাইস এখন কোন অবস্থায় রয়েছে। কি সমস্যা হয়েছে তাতে ইত্যাদি সমস্ত কিছুই দেখে নিতে পারবেন। এরপর নির্দিষ্ট কিছু জায়গাতে এই প্রোডাক্টটি আপনার বাড়িতে ডেলিভারিও দিয়ে দেবে শাওমি নিজেই। নিঃসন্দেহে শাওমির এটা দারুন একটি সার্ভিস।

 ঘরে বসে দেখে নিতে পারলে এখন আপনাকে দোকানে গিয়ে ভিড় করতে হবে না যা এই পরিস্থিতিতে প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বারবার সার্ভিস সেন্টারে ফোন করার প্রয়োজন পড়বে না আপনার। ঘুরে আসতে হবে না সেন্টার থেকেও। অবশ্যই আপনার যদি শাওমি স্মার্টফোন রিপেয়ার করতে দেওয়া থাকে তাদের এই সার্ভিসটির সুবিধা উপলব্ধ করুন।