হ্যাক হয়ে গেল Carryminati এর সেকেন্ড চ্যানেল Carry is Live, সাবধান

শনিবার সকালে হঠাৎ বিটকয়েন অ্যাডভার্টস স্ট্রিম চোখে পড়লো Ajey Nagar এর সেকেন্ড ইউটিউব চ্যানেল Carry Is Live এর প্রথম দুটি ভিডিওর ডিস্ক্রিপসন বক্সে। এর পরেই সাবস্ক্রাইবাররা দেখেন Ajey নিজেই ইনস্টাগ্রামে ও টুইটারে সেই হ্যাকের কথা জানিয়েছেন এবং সাবস্ক্রাইবারদের Description বক্সের লিংক গুলি থেকে দূরে থাকতে বলেছেন।

এর আগে বিটকয়েন স্ক্যামে হ্যাক হয়েছিল বিল গেটস, জেফ বেজোস এবং অন্যান্য মেজর টুইটার অ্যাকাউন্ট, ব্যাপারটা ক্রমশ চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। আগেরবার বিল গেটসের টুইটার একাউন্ট থেকে টুইট করা হয়েছিল যে ” আপনারা আমাকে 1000 টি বিটকয়েন প্রদান করুন, আমি আপনাদের 2000টি বিটকয়েন ব্যাক করবো, অফারটি লিমিটেড সময়ের জন্য, মাত্র 30 মিনিট”।

এরম ঘটনা ঘটেছিল আরও কিছু ভেরিফায়েড একাউন্টে। ঘটনাটি জানার পরেই এর টুইটার এই ধরণের সমস্ত পোস্ট সরিয়ে দিয়েছিল।

আজায় নগর এর সেকেন্ড ইউটিউব চ্যানেলটা মেনলি লাইভ স্ট্রিমিং গেম এর জন্য বানানো, মেন চ্যানেল থেকে সাবস্ক্রাইবার অনেকটাই কম।

অজয় নগরের ফ্যানেরা দাবি করেছেন যে ইউটিউবের সিকিউরিটি এই হ্যাকের জন্য দায়ী, শুরু হয়েছে এই নিয়ে নানান ধরনের মিমস পোস্ট করা।

সকাল 8 টার সময় 2টি লাইভ স্ট্রিমিং ভিডিও ইউটিউব থেকে সরে যায়, হয়তো ইউটিউব এই হ্যাকের কথা বুঝতে পেরে ভিডিওটি টেক ডাউন করে লাইভ স্ট্রিমিংটি পোস্ট করা হইনি।

আরও জানুন : ইউটিউবে এবার চলে এল নতুন ফিচার, খুবই সুবিধা হবে ক্রিয়েটরদের !

যাই হোক, Ajey এর মেন চ্যানেলটি সুরক্ষিত আছে। তবে এই হ্যাকের পরে সকল ইউটিউবার দের সাবধান হয়ে যেতে হবে।

Ajey গুগলকে ব্যাপারটা জানিয়েছে, দেখা যাক গুগল কি রিপ্লাই দেয়!