পাবজি মোবাইলের Data ফিরিয়ে নিয়ে আসা যাবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতেও? জেনে নিন সঠিক তথ্য

can you transfer pubg mobile player data to battlegrounds mobile india

আজ থেকেই শুরু হয়ে গেছে পাবজি মোবাইল (PUBG Mobile) এর ইন্ডিয়ান ভার্সন ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার (Battlegrounds Mobile India) বিটা টেস্টিং। কিছু স্লট ফাঁকা করে দেওয়া হয়েছে বিটা টেস্টিংয়ের জন্য। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া জানিয়েছে খুব শীঘ্রই আরও বিটা টেস্টিং স্লট নিয়ে আসা হবে। 

এসবের মাঝেই সকলের মনে প্রশ্ন ছিল পাবজি মোবাইলের ডেটাকে এই গেমে ফিরিয়ে নিয়ে আসা যাবে কিনা। দেখে নেব তারই উত্তর। হ্যাঁ, পাবজি গেমের ডেটাকে ফিরিয়ে নিয়ে আসা যাবে এই গেমেতেও। তবে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।

পাবজি মোবাইলের তথ্য ফিরিয়ে নিয়ে আসা যাবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতেও 

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার মধ্যেই পাবজি মোবাইলের তথ্য ইমপোর্ট করার অপশন রয়েছে। অর্থাৎ আপনি পাবজি মোবাইলে শেষ পর্যন্ত যেখানে ছিলেন, যে পর্যায়ে ছিলেন সেগুলো সমস্ত কিছু আবার ব্যাক করে নিতে পারবেন ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে। আপনার সমস্ত প্রগ্রেস আপনি আবার ফিরে পেয়ে যাবেন। যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে শুরু করতে পারবেন এই গেমেতেও।

এর সাহায্যে পাবজি মোবাইলে আপনার যাবতীয় তথ্য ট্রান্সফার হয়ে যাবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার সার্ভারেও। Krafton ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার তথ্য আমাদের দেশে এবং সিঙ্গাপুরে সংরক্ষণ করে রাখবে সিকিউরলি। সেই তথ্য অন্য কোন দেশের সাথে শেয়ার করা হবে না।

তবে এই তথ্য ট্রানস্ফার করে নেওয়াটা আপনি করতে পারবেন শুধুমাত্র এই বছরের ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বর শেষে জানুয়ারি শুরু হলেই, অর্থাৎ 2022 সালের জানুয়ারিতে আপনার পাবজি মোবাইলের সমস্ত তথ্য ডিলিট করে দেওয়া হবে। অর্থাৎ 2022 সালের জানুয়ারি থেকে এই তথ্য আপনি ট্রান্সফার করতে পারবেন না। যদি করতে চান আগেই করতে হবে আপনাকে। 

জেনেনিন : কেমন হতে চলেছে Realme Buds Q2? আমাজনে এর পেজ লাইভ হয়ে গেল

নিঃসন্দেহে এটা অনেক পাবজি লাভারদের জন্য খুশির খবর। অনেকেই তাদের প্রগ্রেস ফিরে পাওয়া নিয়ে চিন্তায় ছিলেন। এই শোনার পর তাদের চিন্তা অনেকটাই কমবে। পাবজি মোবাইলে যেমন আমরা ফেসবুক (Facebook) অথবা টুইটার (Twitter) ব্যবহার করে সাইন ইন (Sign In) করতে পারতাম, ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে তেমনই অপশন পেয়ে যাব আমরা।

তবে বিটা টেস্টিংয়ের জন্য রিলিজ করে দেওয়া হলেও অফিসিয়ালি কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে অনেকেই চিন্তিত রয়েছেন। আবার লঞ্চের পরও এই গেম ব্যান হয়ে যেতে পারে এমন তথ্যও শেয়ার করেছে IT Ministry। চিন্তা থাকছে সেই বিষয়েও।