Budget 2022 : নিয়ে আসা হচ্ছে নতুন ই-পাসপোর্ট, কি কি সুবিধা পাবেন? কিভাবে কাজ করবে? জেনেনিন এখুনি

E-Passport Announced in Budget 2022 (ছবি : প্রতীকি )

আজই ছিল আমাদের Budget 2022 এর ঘোষণা। আর এই বাজেটের মধ্যে ফাইনান্স মিনিস্টার নির্মালা সিতারামান অনেক তথ্যই দিয়েছেন আগামী দিনগুলোর জন্য। সেখানেই তিনি জানান ই-পাসপোর্ট সম্পর্কে। নিঃস্বন্দেহে দারুন সুবিধা পাবেন দেশের জনগণ এর সাহায্যে। জেনে নেওয়া যাক এই পাসপোর্ট সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে। 

নিয়ে আসা হচ্ছে নতুন ই-পাসপোর্ট (E-Passport)

জানা যাচ্ছে পরের বছর থেকেই ই-পাসপোর্ট দেশের জনগণের সুবিধার জন্য নিয়ে চলে আসা হবে। তার মধ্যে থাকবে এমবেডেড চিপ (Embeded Chip)। অর্থাৎ ফিউচারিস্টিক টেকনোলজি সম্বলিত এই পাসপোর্ট যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে, তা আর বলে দিতে হয়না। এখনো পর্যন্ত সাধারণ জনগনের জন্য পাসপোর্ট দেওয়া হয় বুকলেটের আকারেই। তবে এই ই-পাসপোর্টের মধ্যে চিপ এবং সর্বাধুনিক প্রযুক্তির সাথে থাকবে কড়া সিকিউরিটি ফিচারও। তারই সাথে ব্যবহার করা হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এবং বায়োমেট্রিক্স এর সমন্বয়। 

জেনেনিন : ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে কোটিপতি? জেনেনিন খুঁটিনাটি

যার সমন্বয়ে পাসপোর্ট এর ব্যবস্থা আরও স্মুথলি হবে। ইমিগ্রেশন এর মধ্যেও খুব সহজেই এই ই-পাসপোর্ট ব্যবহার করতে পারবেন দেশের জনগণ। মনে করা হচ্ছে 30 টা পর্যন্ত ভিজিট এর মধ্যে স্টোর থাকবে। আর এই সমস্ত তথ্য স্টোর করার জন্য এরমধ্যে ব্যবহার করা হবে 64 কিলোবাইট এর মেমোরি। যা সেই ছোট্ট সিলিকন চিপ এর মধ্যেই এমবেড করা থাকবে ই-পাসপোর্ট এর মধ্যে। ই-পাসপোর্ট এর মধ্যে থাকা এই চিপ এর মধ্যে সমস্ত তথ্য অত্যন্ত সিকিউরিটির সাথেই এনকোড করা থাকবে। 

প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালেই এই ই-পাসপোর্ট সম্পর্কে প্রথম ঘোষণা করেছিল ভারত সরকার। জানা গিয়েছিল এই বিষয়ে যাবতীয় প্রস্তুতিও তারা শুরু করে দিয়েছে। আর আজকের বাজেট ঘোষণার সাথে সাথেই সেই এর আগমন বার্তাও ঘোষণা হয়ে গেল। ট্রাডিশনাল পাসপোর্টের মতোই এই পাসপোর্ট এর জন্য এপ্লাই করতে পারবেন সাধারন জনগন। আর এই পাসপোর্ট এর মধ্যে ডিজিটাল সিগনেচার থাকবে। যেটা খুব সহজেই একটা সার্টিফিকেট ব্যবহার করে ভেরিফাই করে নেওয়া যাবে।

তবে এই বিষয়ে একটা তথ্য জানিয়ে রাখা ভালো। আমাদের দেশ ভারতবর্ষের প্রথম ই-পাসপোর্ট দেওয়া হয়েছিল সেই 2008 সালেই। এই পাসপোর্ট ইস্যু করা হয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট প্রতিভা পাতিল এর জন্য। 

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!