BSNL এর 90 দিনের 4G প্রিপেড প্ল্যান ও Reliance Jio-র 90 দিনের 4G প্রিপেড প্ল্যানের মধ্যে কে বেশি সুবিধা দিচ্ছে? হতবাক করা পার্থক্য!

bsnl vs reliance jio 90 days 4g prepaid plan which one is better

ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে BSNL-এর 90 দিনের 4G ডেটা প্ল্যান বেশ কিছুদিন ধরেই উপস্থিত রয়েছে। এর সাথে কমপ্লিট করার মতোই একটি প্ল্যান সম্প্রতি লঞ্চ করে দিয়েছে রিলায়েন্স জিও। ইন্ট্রোডিউস করে দিয়েছে তাদের 90 দিনের 4G ডেটা প্ল্যান।

কিন্তু এর মধ্যে হতবাক করে দিয়ে জিতছে একটি কোম্পানি। চলুন দেখে নেওয়া যাক এই দুটো প্ল্যানেরমধ্যে কে কি সুবিধা দিচ্ছে। আর কার কাছ থেকে আমরা বেশি সুবিধা পাচ্ছি! প্রথমেই আমরা দেখে নেব BSNL এর 90 দিনের 4G প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যায়। 

BSNL এর 90 দিনের 4G প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যায়?

BSNL এর 90 দিনের 4G প্রিপেড প্ল্যানে কি সুবিধা পাওয়া যায়? BSNL এর এই প্ল্যানের দাম রাখা হয়েছে 499 টাকা। এই প্ল্যানের মধ্যে BSNL কাস্টমাররা প্রত্যেকদিন 2 GB করে ডেটা পাবেন। অর্থাৎ 90 দিনের জন্য মোট 180 GB ডেটা পাওয়া যাবে। তার সাথে থাকছে প্রত্যেকদিন 100 টা করে SMS। রয়েছে ট্রুলি আনলিমিটেড ভয়েস কলের (Truly Unlimited Voice Call) সুবিধা। 

এখানেই শেষ নয়। থাকবে BSNL টিউন এবং Zing সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করার সুযোগ। এইতো গেল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর প্ল্যানের সুবিধা। এবার আপনাকে জানাবো রিলায়েন্স জিওর 90 দিনের 4G প্রিপেড প্ল্যান সম্পর্কে। 

Reliance Jio-র 90 দিনের প্রিপেড প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যায়? 

সদ্য ঘোষণা করা রিলায়েন্স জিওর 90 দিনের 4G প্রিপেড প্ল্যানের দাম রাখা হয়েছে 597 টাকা! এর মধ্যে পাওয়া যাবে 75GB ফেয়ার ইউজেস পলিসি (FUP) ডেটা। অর্থাৎ প্রত্যেক দিন এই ডেটা ব্যবহারে কোন লিমিটেশন থাকবে না। আপনি চাইলে একদিনে ওই 75GB ডেটা শেষ করে দিতে পারেন। অথবা 90 দিনেও শেষ করতে পারেন।

এর মধ্যে রয়েছে ট্রুলি আনলিমিটেড ভয়েস কলিং (Truly Unlimited Voice Calling) এর সুবিধা। তারই সাথে প্রত্যেকদিন 100 টা করে এসএমএস। আর অবশ্যই অন্যান্য রিলায়েন্স জিওর প্রিপেড প্ল্যান গুলোর মতই এর মধ্যেও জিওর অ্যাপ্লিকেশন গুলো বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক বিএসএনএলের এবং রিলায়েন্স জিওর এই প্ল্যান দুটির মধ্যে কে বেশি বেনিফিট দিচ্ছে।

BSNL এবং Reliance Jio-র এই প্ল্যান দুটির মধ্যে কে বেশি বেনিফিট দিচ্ছে?

প্রথমত BSNL এর প্ল্যানটির দাম 499 টাকা এবং সেখানেই রিলায়েন্স জিওর এই প্রিপেড প্ল্যানটি দাম রয়েছে 599 টাকা। অর্থাৎ বিএসএনএলের প্ল্যানটি প্রচন্ড রকমের সস্তা। এছাড়াও বিএসএনএল এর প্ল্যানে আপনি প্রত্যেকদিন 2 GB করে ডেটা পেয়ে যাবেন। 90 দিনে 180 GB ডেটা পাচ্ছেন। 

কিন্তু রিলায়েন্স জিওর এই প্লানে আপনি পেয়ে যাবেন শুধু মাত্র 75GB FUP ডেটা। এই ডেটা আপনি একদিনেও শেষ করে ফেলতে পারবেন। এছাড়া ভয়েস কল থেকে শুরু করে এসএমএস এর সুবিধা দুটি প্ল্যানের ক্ষেত্রেই একই রকম আছে।

জেনেনিন : চীনের সাথে এখনও সংযোগ রয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার! উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য, ব্যান করা হবে আবার?

তাই আপনার যদি সাধারন ব্যবহারের জন্য প্ল্যান প্রয়োজন হয়, তাহলে বিএসএনএল 499 টাকার 4G প্রিপেড প্ল্যানটি আপনার জন্য আদর্শ হবে। অপর দিকে, যদি প্রতিদিন বেশি বেশি ইন্টারনেটের প্রয়োজন হতে পারে আপনার। তাহলে আপনি রিলায়েন্স জিও 599 টাকার FUP ডেটা সমেত প্যাকটির বিষয়ে বিবেচনা করতে পারেন।

কিন্তু তবুও সব দিক থেকে বিবেচনা করলে BSNL-এর প্ল্যান টিই এগিয়ে রয়েছে। আপনি কোন প্ল্যানটি বেছে নেবেন এই দুটি প্ল্যানের মধ্যে? কমেন্ট করে জনাতে ভুলবেন না।