Reliance Jio ও Airtel-এর প্ল্যানকে টেক্কা দিচ্ছে BSNL-এর এই প্ল্যানটি, জেনেনিন কে দিচ্ছে বেশি সুবিধা

BSNL Reliance Jio Vi ShresthoTech

বিএসএনএলের যে রিচার্জ প্ল্যান রয়েছে তার মধ্যে যে বেনিফিট পাওয়া যাচ্ছে সেটা এয়ারটেল এবং জিওর সমমূল্য প্লানের তুলনায় বেশি। চলুন জেনে নেওয়া যাক এই প্ল্যান গুলোর মধ্যে কে কেমন সুবিধা দিচ্ছে। 

BSNL এর 599 টাকার প্রিপেইড প্ল্যানের সুবিধা 

BSNL এর 599 টাকার প্রিপেইড প্ল্যানে পেয়ে যাবেন প্রত্যেকদিন 5GB করে ডেটা। তার সাথে থাকছে ট্রুলি আনলিমিটেড ভয়েস কলিং (Truly Unlimited Voice Calling)-এর সুবিধা। পাওয়া যাবে প্রত্যেকদিন 100 টা করে SMS। 5 জিবি ডেটা শেষ হয়ে যাবার পর ইন্টারনেট স্পিড ড্রপ করবে 80Kbps এ। আর BSNL এর অন্যান্য বেশ কয়েকটি প্ল্যানের মতোই এই প্ল্যানে Zing সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এই প্ল্যান্টের ভ্যালিডিটি 84 দিন। 

এই দামেতে রিলায়েন্স জিও (Reliance Jio) একটি প্ল্যান অফার করে সেই প্ল্যান এর মূল্যও 599 টাকা। চলুন জেনে নেওয়া যাক রিলায়েন্স জিওর এই 599 টাকার প্রিপেইড প্ল্যানে কি কি বেনিফিট পাওয়া যাচ্ছে। 

রিলায়েন্স জিওর 599 টাকার প্রিপেইড প্ল্যানের সুবিধা 

রিলায়েন্স জিওর 599 টাকার প্রিপেইড প্ল্যানে পাবেন আপনি প্রত্যেকদিন 2 জিবি করে ডেটা। আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা থাকছে। তার সাথে পাবেন 100 টা করে SMS প্রত্যেকদিনের জন্য। অবশ্যই পাওয়া যাবে সমস্ত জিও অ্যাপ্লিকেশন বিনামূল্যে ব্যবহারের সুযোগ। আগের প্ল্যানের মতোই এই প্ল্যানের ভ্যালিডিটিও 84 দিন। 

এর পরে আমরা দেখে নেবো এয়ারটেলের প্রায় একই দামের প্রিপেইড প্ল্যান সম্পর্কে। 

এয়ারটেলের 598 টাকার প্রিপেড প্ল্যানের বেনিফিট 

আগের দুটো প্ল্যানের তুলনায় এয়ারটেল এই 598 টাকার প্ল্যানে পাওয়া যাবে প্রত্যেকদিন 1.5 জিবি ডেটার। তার সাথে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা থাকছে। পাওয়া যাবে 100 টা করে এসএমএস প্রত্যেকদিন। এই সুবিধাগুলো ছাড়াই এয়ারটেল এক্সট্রিম সাবস্ক্রিপশন থাকছে। থাকছে এয়ারটেল থ্যাংকস বেনিফিটসও। এই প্ল্যানের ভ্যালিডিটি ও অন্যান্য দুটো প্লান এর মতই অর্থাৎ 84 দিন। 

এই তিনটি প্ল্যানের মধ্যে কোনটাই পাওয়া যাচ্ছে বেশি সুবিধা?

বিএসএনএল এর প্ল্যানে পাওয়া যাচ্ছে 599 টাকায় প্রত্যেকদিন 5GB ডেটা। তার সাথে আনলিমিটেড কল বেনিফিট, 100 টি এসএমএস সমস্ত কিছু রয়েছে। সেই তুলনায় রিলায়েন্স জিওর প্ল্যানে পাওয়া যাচ্ছে প্রত্যেকদিন মাত্র 2 জিবি ডেটা। আর এয়ারটেলে প্ল্যানটিতে পাওয়া যাচ্ছে আরও কম ডেটা, প্রত্যেকদিন 1.5 GB করে। 

জানেন কি : অবশেষে Official Release করে দেওয়া হল Battlegrounds Mobile India, Krafton শেয়ার করল আরও খুশির খবর, এখুনি জেনেনিন কি করনীয়

তাই আপনার যদি বেশি ডেটার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই বিএসএনএলের 4G প্ল্যানটা অসাধারণ। তবে অবশ্যই BSNL নেটওয়ার্ক কভারেজ সমস্ত জায়গায় সমান থাকে না। সেই দিকটা বিবেচনা করুন এবং আপনার যদি বেশি ডেটার প্রয়োজন হয় তাহলে নিঃসন্দেহে BSNL এর এই প্ল্যান টিকে  আপনি বেছে নিতে পারবেন।