ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) 600 দিনের দীর্ঘমেয়াদি বৈধতার সঙ্গে একটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এলো।
গতকালই ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের ৪জি টেন্ডার বাতিল করেছিল। তবে তার জন্য কোম্পানির নতুন প্ল্যান নিয়ে আসা বন্ধ হল না।
প্ল্যান 2399 :
2399 টাকার এই প্রিপেড প্ল্যানের মাধ্যমে যে কোনও নেটওয়ার্কে দৈনিক 250 মিনিট আউটগোয়িং কল বিনামূল্যে করা যাবে।
তবে, এই প্ল্যানে কোনও ডেটা বিনিফিট নেই।
এছাড়াও পার্সোনালাইসড রিং ব্যাক টোনস (পিআরবিটি) এ অ্যাক্সেস রয়েছে তবে রিচার্জের তারিখ থেকে প্রথম 60 দিনের জন্য।
দৈনিক 100 টি এসএমএস পেয়ে যাবেন। আউটগোয়িং কলের সীমা পার করলে, গ্রাহককে লোকাল কলের জন্য মিনিট প্রতি 1 টাকা ও এসটিডি কলের ক্ষেত্রে মিনিট প্রতি 1.3 টাকা ধার্য করা হবে।
কোম্পানির এই প্ল্যান আন্দামান নিকোবর এবং জম্মু কাশ্মীর সার্কেল ছাড়া অন্য সমস্ত সার্কেলে উপলব্ধ।
তামিলনাড়ু এবং চেন্নাই সার্কেলের ক্ষেত্রে 96 টাকা, 149 টাকা এবং 725 টাকার প্ল্যান দুটি তুলে নিয়েছে এই সংস্থা।
এছাড়াও 74 টাকা এবং 75 টাকার যে প্ল্যান দুটি ছিল তাঁর ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছে এই সংস্থা।
আরও জানুন : জিও,এয়ারটেল, বিএসএনএল নিয়ে এল জুলাই মাসে নতুন প্ল্যান, ওয়াও !
74 এবং 75 টাকার প্লানে আগে 90 দিনের বৈধতা পাওয়া যেত, তবে বর্তমানে মাত্র 60 দিনের বৈধতা পাওয়া যাবে।
60 দিনের 2 জিবি ডেটা এবং 100 মিনিটের ফ্রি ভয়েস কলিং পাওয়া যাবে উভয় হোম লোকাল সার্ভিস এরিয়া (এলএসএ) এবং মুম্বই ও দিল্লির ন্যাশনাল রোমিংয়ে।