WhatsApp-এর মাধ্যমেই বুক করা যাবে Uber Cab, Uber অ্যাপ্লিকেশন ইনস্টল নেই? চিন্তা করবেন না, এখনই জেনে নিন বিস্তারিত

Now Book Uber Cab Using WhatsApp

হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর সাথে পার্টনারশিপের মাধ্যমে এই নতুন সুবিধা ভারতে লঞ্চ করেছে উবের (Uber)। যার সাহায্যে আপনি উবের এপ্লিকেশন ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট বটের মাধ্যমেই করতে পারবেন উবের ক্যাব বুক। তার সাথে আপনার গন্তব্যস্থলে গিয়ে পেয়ে যাবেন বিলও হোয়াটসঅ্যাপের মাধ্যমেই। চলুন জেনে নেওয়া যাক কি কি বেনিফিট থাকবে আর তার সাথে কিভাবে ব্যবহার করবেন এই সুবিধা।  

কিভাবে কাজ করবে এটি? 

আপনার স্মার্টফোনে Uber অ্যাপ্লিকেশন ইনস্টল করা না থাকলেও চিন্তা নেই। শুধুমাত্র আপনাকে Uber বিজনেস একাউন্টে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করতে হবে। এই কাজ করতে পারবেন আপনি সরাসরি তাদের WhatsApp Business Account-এ মেসেজ করে বা QR Code স্ক্যান করে অথবা নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে। 

তা হলেই তাদের WhatsApp Chatbot তৎক্ষণাৎ আপনাকে উত্তর দিয়ে দেবে। আপনার প্রয়োজনীয় অপশন বেছে নিয়ে আপনি খুব সহজেই আপনার গন্তব্যস্থল বেছে নিতে পারবেন। এবং তার ভাড়া মিটিয়ে দিতে পারবেন। জানানো হচ্ছে উবের এর পক্ষ থেকে যে সমস্ত সেফটি ফিচার ও ইন্সুরেন্স এর বেনিফিট দেওয়া হয়, সেই সমস্ত কিছুই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করলেও লাভ করা যাবে।

জেনেনিন : Nothing Ear 1-এর Black Colour ভেরিয়েন্ট লঞ্চ হয়ে গেছে, এখুনি জেনেনিন বিস্তারিত

এমনকি যে ড্রাইভার আপনাকে পিক আপ করতে আসছেন তার লোকেশনও ট্র্যাক করতে পারবেন আপনি। প্রয়োজন হলে সেই ড্রাইভারের সাথে কথা বলেও নিতে পারবেন। এক্ষেত্রে চিন্তা করতে হবে না আপনাকে। ব্যবহার করা হবে একটি মাস্কড নাম্বার। যার জন্য আপনার নাম্বার সেই ড্রাইভার দেখতেও পারবেন না। এমনকি ইমারজেন্সি সিচুয়েশানে Uber-এর সাথে যোগাযোগ করা যাবে এই হোয়াটসঅ্যাপ চ্যাট বটের মাধ্যমেই। সেক্ষেত্রে তৎক্ষণাৎ Uber টিম আপনার সাথে যোগাযোগ করে নেবে।

সব শেষে জেনে রাখা ভালো এই সুবিধা এখন সারা ভারতজুড়ে পাওয়া যাবেনা। প্রাথমিকভাবে এই ফিচারকে লঞ্চ করা হয়েছে লখনৌ শহরে। পরবর্তীকালে দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়া হবে এই সুবিধাকে। আর তার সাথেই প্রাথমিক ভাবে এই ফিচার লঞ্চ করা হয়েছে শুধুমাত্র ইংরেজি ভাষায়।পরবর্তীকালে ভারতের অন্যান্য ভাষাতেও এই সুবিধা এসে যাবে এমনটাই জানা যাচ্ছে Uber-এর পক্ষ থেকে। নিঃস্বন্দেহে খুবই সুবিধাজনক হবে এই ফিচার সকলের জন্যই। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।