গত মাসেই boAt এর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে নতুন এক স্মার্টওয়াচ আসতে চলেছে তাদের স্মার্টওয়াচ লাইনআপের মধ্যে। এবার পঞ্চম স্মার্টওয়াচ নিয়ে চলে এলো boAt। আজই অফিশিয়ালি লঞ্চ করে দিয়েছে boAt Watch Xtend দেখে নেওয়া যাক এই নতুন স্মার্টওয়াচ সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
boAt Watch Xtend স্পেসিফিকেশন্স
boAt Watch Xtend এর মধ্যে রয়েছে 11.69 ইঞ্চ এলসিডি ডিসপ্লে। আর অবশ্যই নিজের মতো কাস্টমাইজ করে নেওয়ার জন্য এখানে আপনি পেয়ে যাবেন পঞ্চাশটি ওয়াচ ফেইস(Watch Face)। এগুলি পাবেন boAt Wave App এর মধ্যে। এছাড়াও এরমধ্যে মিউজিক কন্ট্রোল, ফাইন্ড মাই ফোন, ওয়েদার ফোরকাস্ট, ডিএনডি সমস্ত সুবিধা পেয়ে যাবেন আপনি।
এরমধ্যে পাবে অটোমেটিক ব্রাইটনেস এডজাস্ট(Auto Brightness Adjust) এর সুবিধাও। তাই বারবার ম্যানুয়ালি ব্রাইটনেস এডজাস্ট করার কোন প্রয়োজন পড়বে না এই স্মার্টওয়াচে। রয়েছে 5ATM ওয়াটার রেসিস্টেন্ট রেটিংও। 50 মিটার পর্যন্ত ওয়াটার রেসিস্টেন্ট হবে এই স্মার্টওয়াচটি।
আর অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে SPO2 মনিটরিং, তার সাথে হার্টবিট ট্রাকিং, স্লিপ মনিটরিংয়ের মতো গুরুত্বপূর্ণ ফিচার গুলিও। আপনি যদি ফিটনেস এনথুজিয়াস্ট তাহলে আপনার জন্য রয়েছে 14 টি ফিটনেস মোডস। রয়েছে আউটডোর ওয়াকিং, ইনডোর ওয়াকিং, হাইকিং যোগা, সাইক্লিং, পুল সুইমিং, ওপেন ওয়াটার সুইমিং, ইনডোর রানিং, ক্রিকেট, স্পিনিং বাইক ইত্যাদি জনপ্রিয় স্পোর্টস মোডস গুলিও।
এর মধ্যে রয়েছে 300mAh এর ব্যাটারি। boAt ক্লেইম করছে সাতদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে একবার সিঙ্গেল চার্জ দিলেই। এছাড়াও হাইড্রেশন এলার্ট, কল, টেক্সট, এলার্মের জন্য নোটিফিকেশনের সুবিধা পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন গুলি থেকেও নোটিফিকেশন পেয়ে যাবেন।
boAt Watch Xtend স্মার্টওয়াচের দাম
boAt Watch Xtend স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে 2,999 টাকা। অ্যামাজন ইন্ডিয়া এবং boAt-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কিনতে পাওয়া যাবে। তিনটে কালার ভেরিয়েন্টে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে। সেগুলি হল- অলিভ গ্রীন, স্যান্ডি ক্রিম, পিচ ব্ল্যাক এবং ডিপ ব্লু।