অল্প দামে দারুন গেমিং হেডফোন boAt Immortal 1000D Headphones নিয়ে এল boAt, গেমারদের জন্য খুশির খবর

boAt Immortal 100D ShreshoTech

এবার গেমিং প্রোডাক্ট ক্যাটেগরিতে পদার্পণ করে দিল boAt। লঞ্চ করে দিল তাদের প্রথম গেমিং হেডফোন। জেনে নেওয়া যাক এই প্রোডাক্ট সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে।

boAt Immortal 1000D Headphones ডিজাইন ও স্পেসিফিকেশন্স 

প্রথমে বলব এই প্রোডাক্টটি ডিজাইন সম্পর্কে। ডিজাইন খুবই প্রিমিয়াম যা গেমারদের অসাধারণ লাগবে। রয়েছে খুব আরামদায়ক কুশিয়ন্ড ইয়ার কাফে(Cushioned EarCups)-র সুবিধা এবং তার সাথে প্যাডেড হেডব্যান্ড(Padded Headband) থাকছে এই হেডফোনের মধ্যে। যার ফলে অনেকক্ষণ ধরে পড়ে থাকলেও আপনার কোন অসুবিধা হবেনা।  

boAt Immortal 1000D Headphones এর স্পেসিফিকেশনস 

boAt Immortal 1000D Headphones-এর মধ্যে 50mm ড্রাইভারস থাকছে। যেটা 360 ডিগ্রী অডিও এক্সপেরিয়েন্স দেবে আপনাকে। তাদের মধ্যে থাকছে 7.1 চ্যানেল সারাউন্ড অডিও টেকনোলজি (Surround Audio Technology)-র সুবিধাও। এটা Dolby Atmos-ও সাপোর্ট করে। তাই গেমিং হোক বা মুভি দেখা- যে কোনো কাজেই আপনি খুব সুন্দর অডিও এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। 

জেনেনিন : Realme Pad এর ব্যাটারি সম্পর্কে পাওয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, কত ব্যাটারি থাকবে? এখুনি জেনেনিন

এর মধ্যে রয়েছে ডুয়েল মাইক্রোফোনে(Dual Microphone)-র সুবিধাও। যেটা অবশ্যই ডিষ্টর্শন ফ্রি এবং অসাধারণ কমিউনিকেশনের সুবিধা দেবে গেম খেলার সময়। এর মধ্যে রয়েছে আরজিবি এলইডিও(RGB LEDs)। শুধুমাত্র এখানেই থেমে থাকছে না। এর মধ্যে একটা রিমোট পেয়ে যাবেন। যেটা অডিও থেকে শুরু করে মাইক এবং লাইটিং কন্ট্রোল করার সুবিধা প্রদান করবে আপনাকে। প্রয়োজন হলে 3.5mm অডিও জ্যাক ব্যবহার করে  আপনি আলাদা ডিটাচ্যাবেল মাইক্রোফোন যোগ করতেও পারবেন। 

এবার দেখা যাক এই হেডফোনের দাম সম্পর্কে 

boAt Immortal 1000D Headphones এর দাম রাখা হয়েছে 2,499 টাকা। কিনতে পারবেন অ্যামাজন ইন্ডিয়া এবং boAt-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে। তাই আপনি যদি গেমিং এর জন্য অসাধারন কোয়ালিটির হেডফোন চাইছেন তাহলে এটা আপনার জন্য দারুণ হবে।