ফাঁস হয়ে গেল Black Shark 5 সিরিজের স্মার্টফোনের তথ্য, এখনই দেখেনিন বিস্তারিতভাবে সমস্ত কিছু

সম্প্রতি শোনা যাচ্ছে Black Shark ব্র্যান্ড খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে Black Shark 5 সিরিজ। সদ্য এক চাইনিজ টিপস্টার জানিয়েছেন এই সিরিজে রয়েছে Vanilla Black Shark 5 এবং Black Shark 5 Pro দুটি অসাধারণ স্মার্টফোন। চলুন দেরী না করে জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

এখনো অবধি কি জানতে পারা যাচ্ছে?

সূত্র মারফত স্মার্টফোনের মডেল নাম্বার KTUS-A0 প্রকাশ পেয়েছে। এছাড়াও স্মার্টফোনগুলি China MIIT সার্টিফিকেশনের যাবতীয় স্তর অতিক্রম করেছে বলে জানতে পেরেছি আমরা। একই সাথে ফাঁস হয়েছে স্মার্টফোনের স্পেসিফিকেশন্সও।

Black Shark 5 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই সিরিজের স্মার্টফোনে থাকতে পারে Samsung E4 AMOLED Display। একই সঙ্গে থাকছে 120Hz Refresh Rate। এছাড়া অনুমান করা হচ্ছে ডিভাইসটি Qualcomm Snapdragon 888 Plus Processor দ্বারা পরিচালিত হবে। 

জেনেনিন : ট্রিপল ক্যামেরার সাথেই লঞ্চ হয়ে গেল Moto G71 5G স্মার্টফোন, দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং সেল ডেট বিস্তারিত ভাবে

ক্যামেরা সিস্টেম কেমন হবে তা জানা না গেলেও স্মার্টফোনের মধ্যে Android 12 based JOYUI আপডেট দেখতে পাওয়া যাবে। এখানেই শেষ নয় রয়েছে 4,600mAh ব্যাটারি। তারই সাথে পাবেন 120W ফাস্ট চার্জিং এর সুবিধা ফিচার।

দাম কত হবে?

স্মার্টফোনের দাম কত হতে পারে তা সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত টিজ করা হয়নি। তবে একথা পরিষ্কার যে Black Shark 4S Pro মডেলের নির্ধারিত দামের থেকে বেশি টাকা খরচ করতে হবে। যদিও সঠিক দাম স্মার্টফোন লঞ্চের পরেই জানা যাবে। নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!