ব্যাংক থেকে বলছি বলে ফোন করে আমাদের প্রায়ই বলা হয় এটিএম কার্ড কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। যাতে বন্ধ না হয় সেই জন্য আমাদের কার্ড নাম্বার, CVV নাম্বার সবকিছুই দিতে বলা হয়। আর আপনি যখনই সেই ইনফরমেশন গুলি প্রোভাইড করেন তখনই আপনার ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হয়।
মানুষ এখন এইসব নকল ফোন কল থেকে সাবধান হয়ে গেছেন। সেই জন্য হ্যাকাররা এখন নতুন পদ্ধতি অবলম্বন করছে আপনার ব্যাংক একাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য।
নতুন পদ্ধতি কি?
আমরা জানি ভারত সরকার প্রধানমন্ত্রী যোজনা লোন নামে প্রকল্প ও আরও নানান প্রকল্প নিয়ে আসেন যেগুলি থেকে সাধারণ মানুষকে লোন দেওয়া হয় ।
হ্যাকাররা প্রধানমন্ত্রী যোজনা লোন নামে ফেক ওয়েব সাইট তৈরি করছে এবং এই নামে অ্যাপও বানাচ্ছে। যেটা গুগল প্লে স্টোরে থাকছে। এখানে আপনাকে লোভ দেখানো হচ্ছে লোন দেওয়া হবে। আর তার বিনিময়ে আপনার থেকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংক একাউন্ট নাম্বার এমনকি যাবতীয় ব্যাংক ডিটেলস, সবকিছু নেওয়া হচ্ছে। এইভাবে হ্যাকাররা আপনার গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাচ্ছে। যেগুলি ভবিষ্যতে খারাপ কাজে ব্যবহার করতে পারে।
কোনো কোনো ক্ষেত্রে আপনার কার্ডের ডিটেলস চেয়ে নিয়েও টাকা সরিয়ে নেওয়া হচ্ছে। যার ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষ কে।
এই নকল লোন স্কিম থেকে কিভাবে বাঁচবেন?
আপনি যখন ভারত সরকারের কোন ওয়েবসাইট আপনার মোবাইলে বা সাইবার ক্যাফে খুলছেন সেখানে আপনি অবশ্যই দেখে নিন ডোমেইন নেম গুলি। মনে রাখবেন ভারত সরকারের যেসব ওয়েবসাইটগুলি হয় তাদের ডোমেইন নেম থাকে gov.in এবং nic.in। আর হ্যাকাররা যেসব ওয়েবসাইট ইউজ করছে তাদের ডোমেইন নেম হল .com ।
জেনে নিন : Redmi 9 Power এর আসছে এই নতুন ভ্যারিয়েন্ট, কেমন হবে সেটি?
এটা ছাড়াও কোনো ওয়েব সাইটে আপনার সেনসিটিভ ইনফো শেয়ার করার আগে ভালো করে যাচাই করে নিন সেটিই আসল ওয়েবসাইট কিনা। প্রয়োজনে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের ওয়েবসাইটের লিংক যাচাই করে নিন।
আর কখনো মোবাইলে আসা OTP কাউকে শেয়ার করবেন না। ভারত সরকারের পদক্ষেপের প্লে স্টোরে থাকা 100 এর বেশি নকল লোন অ্যাপকে রিমুভ করা হয়েছে। আর ইতিমধ্যে জনকসচেতনতা বাড়ানোর জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এই বিষয়ে অবশ্যই সাবধান থাকুন ও আপনার কষ্টার্জিত টাকা বাঁচান।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।