অক্সিমিটার অ্যাপ্লিকেশন থেকে আসতে পারে বিপদ, জেনেনিন ও সচেতন থাকুন

beware of fake oximeter applications they might harm you

বর্তমান কোভিড পরিস্থিতির জন্য সকলেই সচেতন থাকছেন। আর এই পরিস্থিতিতে রমরমা বেড়েছে অক্সিমিটার অ্যাপ্লিকেশন গুলোর। খুব সহজেই ঘরে বসে স্মার্টফোন থেকেই SPO2 অথবা ব্লাড অক্সিজেন লেভেল মেপে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ফলে বেড়েই চলেছে সেগুলির ডাউনলোড এর পরিমান। 

আমরা এপ্লিকেশন গুলোকে বিশ্বাস করে ডাউনলোড করে নিচ্ছি। একবার ভেবে দেখছি না সেই অ্যাপ্লিকেশন থেকে কি ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা। 

অক্সিমিটার এপ্লিকেশন ব্যবহার করলে অবশ্যই জেনেনিন

আপনার স্মার্টফোনে Oximeter App ইনস্টল করার আগে কয়েকটি বিষয় অবশ্যই জেনে রাখা উচিত। জেনে রাখুন, সমস্ত স্মার্টফোনে ব্লাড অক্সিজেন লেভেল মাপা সম্ভব নয়। কথাটা অবাক করলেও সত্যি। সমস্ত স্মার্টফোনে অক্সিমিটারের জন্য প্রয়োজনীয় সেন্সর থাকে না। 

এখনো পর্যন্ত খুব অল্প কয়েকটি স্মার্টফোনেই এর প্রয়োজনীয় সেন্সর রয়েছে। তার মধ্যে Samsung Galaxy Note 9। আর এই ধরনের স্যামসাংয়ের ফ্লাগশিপ ফোন গুলো অন্যতম। তাই এই ধরনের অ্যাপ এর প্রতি বিশ্বাস না রাখাটাই ভালো।

বেশিরভাগ ক্ষেত্রেই এই পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক ফেক অ্যাপ্লিকেশন কেও ডেভেলপাররা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আর না জেনে বুঝেই সেই সমস্ত লিংকে ক্লিক করে এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলি ইন্সটল করে নিচ্ছেন সাধারণ মানুষ। ফলে তাদের স্মার্টফোন হ্যাক পর্যন্ত হয়ে যাচ্ছে।

তাই দয়া করে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর ছাড়া এই ধরনের অ্যাপ্লিকেশন তো নয়ই, অন্য কোন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যাবেন না। তাতে আপনার নিজের বিপদ বাড়বে। 

সাইবার সিকিউরিটি সংস্থা কুইক হিল সম্প্রতি জানিয়েছে গুগল প্লে স্টোরে কিছু ফেক অক্সিমিটার অ্যাপ এর উপস্থিতি। তাই এই বিষয়ে সচেতন থাকুন। যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে ভালো করে সেই অ্যাপ্লিকেশন কোন কোন পারমিশন চাইছে সেগুলো জেনে নিন। 

জেনেনিন : জুলাইয়ে‌ ‌মহাকাশে‌ ‌যাচ্ছেন‌ ‌Jeff‌ ‌Bezos,‌ ‌ছোটবেলার‌ ‌স্বপ্ন‌ ‌পূরণ‌ ‌করতে‌ ‌চলেছেন‌ ‌ভাইয়ের‌ ‌সাথে‌

কোন অক্সিমিটার অ্যাপ্লিকেশন যদি আপনার কল লিস্ট একসেস এর অথবা আপনার এসএমএসে রিড করার ক্ষমতা চেয়ে নেয়। তাহলে সাবধান হয়ে যান। এগুলোই ম্যালওয়্যার হওয়ার সম্ভাবনা বেশি। 

তাই শুধুমাত্র অক্সিমিটার কেন, অন্য যেকোনো ধরনের অ্যাপ্লিকেশন ইন্সটলের ক্ষেত্রে সচেতন থাকুন। আর নিজের সিকিউরিটি নিজেই মেইনটেইন করুন। আর্টিকেল টিকে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। তাদেরকেও সচেতন করে দিন।