দেখে নেব হোয়াটসঅ্যাপ, টুইটার, গুগল ম্যাপ এবং পাবজির বেস্ট মেড ইন ইন্ডিয়া অল্টারনেটিভ

made in india apps

বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মেড ইন ইন্ডিয়া ডিজিটাল ইকো সিস্টেম তৈরি করছে ভারত সরকার। যেখানে ক্রমশ যোগ হচ্ছে বিশ্ববিখ্যাত কিছু App এর দেশি অল্টারনেটিভ। আর দেশীয় হওয়ার জন্য মানুষ ব্যবহারও করছেন এই App গুলিকে অত্যধিকভাবে। আজকে আমরা দেখে নেব বিশ্ববিখ্যাত কিছু App এর দেশীয় অল্টারনেটিভ!

বিশ্ববিখ্যাত কিছু App এর দেশীয় অল্টারনেটিভ!

Sandes App

ভারতের হোয়াটসঅ্যাপ অল্টারনেটিভ হল এই সন্দেশ অ্যাপ। এটা ভারত সরকার দ্বারা তৈরি। আর এখানে আপনি হোয়াটসঅ্যাপের মতোই মেসেজ পাঠাতে, ইমেজ শেয়ার করতে, এবং ভয়েস এসএমএস  পাঠাতে পারবেন। ভারত সরকার তার সমস্ত কর্মচারীদের এই App ব্যবহার করতে উৎসাহিত করতে শুরু করেছেন ইতিমধ্যেই। 

Sandes App কিভাবে ডাউনলোড করবেন বা ব্যবহার করবেন তা জেনে নিন এখানে। 

Koo

Koo  হল টুইটারের অল্টারনেটিভ দেশি ভার্শন। এখানে টুইটারের মতোই আপনি সব কিছুই করতে পারবেন – টুইট করতে পারবেন(Koo), কাউকে ফলো করতে পারবেন এবং টুইটে লাইক করতে পারবেন। আর ইতিমধ্যে এই App এর জনপ্রিয়তার গ্রাফও উর্ধমুখী। 

Map My India

ইসরো একটি ইন্ডিয়ান কোম্পানির সাথে মিলে গুগল ম্যাপের মনোপলি ইন্ডাস্ট্রি কে শেষ করতে চাইছে এই Map My India এর সাহায্যে। ইসরো আর ম্যাপ মাই ইন্ডিয়া একটি কোলাবরেশন  করে এই অ্যাপটি লঞ্চ করতে চলেছে, যেখানে গুগল ম্যাপের মতোই সবকিছুই করতে পারবেন। পাওয়া যাবে দেশের আরও নিখুঁত ম্যাপ। 

FAUG

পাবজি ভারতে বন্ধ হওয়ার পর থেকে বলা যায় পাবজির অল্টারনেটিভ হিসাবে ফৌজি গেমটির লঞ্চ হয়। লঞ্চ হওয়ার পর থেকে গেমটি অনেক ভালো খারাপ দিক দেখেছে। আর সত্যিই পাবজির মতো না হলেও অনেক গেমারদের মন করেছে এই গেম। এখনো পর্যন্ত FAUG গেমের মাত্র একটি মিশন লঞ্চ হয়েছে। বাকি মিশন গুলি কবে আসবে সেই বিষয়ে কোনো আপডেট নেই। 

জেনে নিন : এবার থেকে সারারাত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন একদম বিনামূল্যে, জেনে নিন বিস্তারিত

এর মধ্যে কোন App গুলি আপনি ব্যবহার করেন? জানাতে ভুলবেন না। সমস্ত লেটেস্ট টেক নিউজ সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।