টানটান উত্তেজনার মাঝে ইতিমধ্যে শুরু হয়েছে ড্রিম11 আইপিএল 2020। করোনা অতিমারীর কারনে এবারে প্রায় 6 মাস পরে শুরু হয়েছে আইপিএল।
এবারে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে UAE তে, তাও আবার দর্শকশূন্য মাঠে। তাই ক্রিকেট প্রেমীদের এই প্রিমিয়ার লিগ দেখার একমাত্র রাস্তা টেলিভিশন ও ডিজনি+হটস্টার।
তবে এবারে ডিজনি+হটস্টার ডিজিটাল প্লাটফর্মে আইপিএল দেখার জন্য চাই সাবস্ক্রিপশন। ডিজনি+হটস্টার VIP ও প্রিমিয়াম উভয় সাবস্ক্রিপশনের সাথেই দেখা যাবে IPL 2020।
365 দিনের ডিজনি+হটস্টার VIP এই জন্য ইউসারদের খরচ করতে হবে 399 টাকা।
যদিও আপনি যদি জিও বা এয়ারটেল ইউজার হন তাহলে আপনি অনেক কম খরচে পেয়ে যেতে পারেন ডিজনি+হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক জিও ও এয়ারটেলের সস্তা ডিজনি+হটস্টার VIP প্ল্যানগুলি।
Table of Contents
জিও প্ল্যান 401 :
জিও তার গ্রাহকদের মাত্র 401 টাকার রিচার্জের সাথে দিচ্ছে 1 বছরের ডিজনি+হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন বিনামূল্যে। ইউজাররা আরো পেয়ে যাবেন জিও টু জিও আনলিমিটেড কল, জিও থেকে অন্য নেটওয়ার্কে 1000 মিনিট কল, ডেলি 3জিবি ডেটা,100 sms 28 দিনের জন্য।
এয়ারটেল প্ল্যান 448 :
এয়ারটেল তার গ্রাহকদের মাত্র 448 টাকার রিচার্জের সাথে দিচ্ছে 1 বছরের ডিজনি+হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন বিনামূল্যে। ইউজাররা আরো পেয়ে যাবেন যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল ও ডেলি 3জিবি ডেটা,100 sms 28 দিনের জন্য।
জিও প্ল্যান 499 :
জিও তার গ্রাহকদের মাত্র 499 টাকার রিচার্জের সাথে দিচ্ছে 1 বছরের ডিজনি+হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন বিনামূল্যে। ইউজাররা আরো পেয়ে যাবেন দৈনিক 2 জিবি ডেটা 56 দিনের জন্য, তবে এই প্যাকে কোনো কল ও sms পাবেননা ইউজাররা।
এয়ারটেল প্ল্যান 599 :
এয়ারটেল তার গ্রাহকদের মাত্র 499 টাকার রিচার্জের সাথে দিচ্ছে 1 বছরের ডিজনি+হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন বিনামূল্যে। ইউজাররা আরো পেয়ে যাবেন দৈনিক 2 জিবি ডেটা 56 দিনের জন্য, তবে এই প্যাকে কোনো কল ও sms পাবেননা ইউজাররা।
আরও জানুন : রিয়েলমি নারজো 20 সিরিজ, রয়েছে স্বল্পদামে বেশ কিছু চমক !
জিও প্ল্যান 598 :
জিও তার গ্রাহকদের মাত্র 499 টাকার রিচার্জের সাথে দিচ্ছে 1 বছরের ডিজনি+হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন বিনামূল্যে। ইউজাররা আরো পেয়ে যাবেন দৈনিক 2 জিবি ডেটা ,100 sms ও জিও টু জিও আনলিমিটেড কল 56 দিনের জন্য, অন্য নেটওয়ার্কে কল করার জন্য পাবেন 2000 মিনিট।