জুলাই মাসের 2 তারিখেই অফিশিয়ালি লঞ্চ করে দেওয়া হয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াকে। আর এই গেম নিয়ে এক্সাইটমেন্ট ছিল সকলের মধ্যেই রীতিমতো বেশি। আর অফিশিয়াল রিলিজের মাত্র একদিনের মধ্যেই অবাক করা কান্ড করে বসেছে এই ব্যাটেল রয়েল গেম। ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার 10 মিলিয়ন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এটা একটা বিশাল সংখ্যা এই গেমের জন্য। এখানেই শেষ নয়।
পাবজি মোবাইলের অল্টারনেটিভ এই গেমটি গত মাসের 17 তারিখেই বিটা টেস্টিংয়ের জন্য রিলিজ করে দেওয়া হয়েছিল। তখনো মাত্র কয়েকদিনের মধ্যেই 5 মিলিয়ন ডাউনলোড করে ফেলেছিল এই গেম। আর এখন অফিশিয়াল রিলিজের মাত্র একদিনের মধ্যেই গুগল প্লে স্টোরে যদি আপনি টপ ফ্রী অ্যাপ্লিকেশন(Top Free Applications) গুলোর মধ্যে যান, তাহলে দেখতে পাবেন এই গেমটা প্রথম স্থান দখল করে ফেলেছে!
অফিশিয়াল লঞ্চ এর মাত্র একদিনের মধ্যে এই জায়গা দখল করে নেওয়া। তবে অনেকেই বলছেন এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ নামটা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না। গুগল প্লে স্টোরে আপনি যদি টপ গ্রসিং লিস্ট(Top Grossing List) দেখেন তাহলে Battlegrounds Mobile India 2 নম্বর স্থান দখল করে রয়েছে সেখানেও। যেটা রীতিমতো আনন্দ দিচ্ছে পাবজি মোবাইল লাভারদের।
ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য অফিসিয়ালি রিলিজ করে দেওয়া হলেও এখনো পর্যন্ত আইওএস প্লাটফর্মে কবে লঞ্চ করা হবে সে বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। আর এটা নিয়ে অনেকেই চিন্তিত রয়েছেন। iOS ইউজাররা তো এখনও উপভোগ করতে পারছেন না এই গেম। তবে মনে করা হচ্ছে শিগ্রহী সেই খুশির খবর দিয়ে দেওয়া হবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার পক্ষ থেকে। তারই মধ্যে এই নতুন রেকর্ড। এই বিষয়ে আপনার কি মতামত? আপনিও কি এই গেমটি খেলছেন? কেমন লাগছে আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।