ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার (Battlegrounds Mobile India) বিটা ভার্সন (Beta Version) লঞ্চ করে দেওয়া হয়েছে বেশ কিছুদিন হল। আর আজই এসে গেলে খুশির খবর। অবশেষে ফাইনালি অফিশিয়ালি রিলিজ করে দেওয়া হয়েছে এই গেম কে। আজ সকালেই Krafton-এর পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বেশ কয়েকটি জিনিস তারা ঘোষণা করেছে। চলুন জেনে নেওয়া যাক কি কি জিনিস ঘোষণা করেছে তারা।
অবশেষে অফিসিয়ালি রিলিজ হয়ে গেল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া
জুন মাসের 17 তারিখে বিটা টেস্টিং শুরু হওয়ার পর অবশেষে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া আজকে অফিশিয়াল লঞ্চ করে দেওয়া হল। Krafton জানিয়েছে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী প্লে স্টোরে এই গেমের অফিশিয়াল ভার্শন একটু আগে পরে পাওয়া যেতে পারে। তার সাথে ক্রাফটন ধন্যবাদ জানাতে ভোলেননি সকল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লাভারদের।
সাথে তারা জানিয়েছে আজকেই সেই মহেন্দ্রক্ষণ। আজকে জুলাই 2 তারিখ, 2021 এবং আজি অফিশিয়াল রিলিজ করে দেওয়া হয়ে গেছে এই গেম। আজ সকাল 6:30-এ অফিসিয়াল রিলিজ (Official Release) করা হয়েছে এই জনপ্রিয় ব্যাটেল রয়াল গেম কে।
যারা ইতিমধ্যেই এই গেম ডাউনলোড করে উপভোগ করছেন তাদেরকে বলা হয়েছে গুগল প্লে স্টোরে (Google PlayStore) গিয়ে এই গেমের অফিশিয়াল লঞ্চ ভার্সনকে ডাউনলোড করে নিতে। আর Krafton এর সাথে আরো বেশ কিছু বিষয় জানাতে ভোলেনি। তারা জানিয়েছে এই অফিশিয়াল লঞ্চ কি সেলিব্রেট করার জন্য বিভিন্ন ধরনের in-game ইভেন্ট তৈরি করা হয়েছে। এখনই জয়েন করে সেই দিনগুলোকে রিডিম করতেও অনুরোধ করা হয়েছে।
তারি সাথে কয়েকটা ইভেন্ট এখনো চলছে সেগুলো সম্পর্কে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে India Ka Battlegrounds Gift এবং 1 মিলিয়ন এবং 5 মিলিয়ন ডাউনলোড রিওয়ার্ডসের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে আগস্ট 19 তারিখ পর্যন্ত। তারই সাথে The Constable Set (PERMANENT) এবং 10 মিলিয়ন ডাউনলোড রিওয়ার্ড ক্লেইম করা যাবে এই অফিশিয়াল রিলিজের পরই আগস্ট এর 19 তারিখ পর্যন্ত।
Krafton এটাও জানিয়েছে যে আরও অনেক ইভেন্ট অপেক্ষা করে রয়েছে সকলের জন্য। সবশেষে Krafton-এর তরফ থেকে ভালোবাসা জানিয়ে শেষ করা হয়েছে এই নোটিশটিকে।
নিঃসন্দেহে এটা অত্যন্ত খুশির খবর ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লাভারদের জন্য। এতদিন ধরে যারা এই গেমটি খেলে চলেছেন তারা এখনই গুগল প্লে স্টোর ভিজিট করুন। আপনার গেমটি কে আপডেট করে নিন। এই সমস্ত সুবিধা গুলো উপভোগ করতে থাকুন।
তবে এখনো পর্যন্ত iOS ইউজারদের জন্য কবে এই গেম রিলিজ করে দেওয়া হবে সেই সম্পর্কিত কোন বিজ্ঞপ্তি বা কোন ইনফরমেশন নেই। তাই iOS ইউজারদের মন খারাপ করেই রয়েছে। আপনিও কি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলছেন? কেমন লাগছে এই গেম আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।