ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ভারতে লঞ্চ হয়ে গেছে গত মাসেই। জুলাই মাসের 2 তারিখে অফিশিয়ালি এন্ড্রয়েড প্লাটফর্মের জন্য এই ব্যাটেল রয়েল গেম থেকে লঞ্চ করে দেওয়া হয়েছিল। লঞ্চের পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই গেমটি। আর লঞ্চের দেড় মাসের মধ্যেই 50 মিলিয়ন ডাউনলোডের মার্ক কমপ্লিট করে ফেলল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। যেটা নিঃসন্দেহে একটা বিশাল অচিভমেন্ট এই গেম এর পক্ষ থেকে।
50 মিলিয়নে পদার্পন করল Battlegrounds Mobile India
লঞ্চের দেড় মাস পূর্ণ হয়েছে মাত্র। এর মধ্যেই 50 মিলিয়ন ডাউনলোডের মার্ক করে ফেলেছে এই ব্যাটেল রয়েল গেমটি। লঞ্চের পর থেকে বারবার এই গেমকে ব্যান করে দেওয়ার অনুরোধ উঠেছে।
তবুও সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে এগিয়ে চলেছে এই গেম রকেটের গতিতে। এই স্পেশাল দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ইতিমধ্যে স্পেশাল ইভেন্টের কথাও ঘোষণা করে দিয়েছে। যার মধ্যে আলাদা রিওয়ার্ডস পাবে ইউজাররা। আর তাতেও খুশি BGMI লাভার্স।
জেনেনিন :এবার ASUS নিয়ে চলে এল তাদের Official Online Store, পাওয়া যাবে এক গুচ্ছ নতুন সুবিধা
অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য এই গেম একের পর এক রেকর্ড ভেঙে চললেও iOS প্লাটফর্মে এই গেম এখনও আসেনি। তবে ইউজারদের আর বেশিদিন হতাশ হতে হবে না এমনটাই মনে হচ্ছে। কারন বেশ কিছুদিন ধরেই Krafton টিস করে চলেছে আইওএস প্লাটফর্মে এর অফিশিয়াল লঞ্চকে। যেটা হয়তো আর দু-একদিনের মধ্যেই হয়ে যেতে পারে। খুব সম্ভাবনা আগস্টের 19 তারিখে এই গেমের iOS প্লাটফর্মে লঞ্চের। তবে এই বিষয়ে এখনও অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি Krafton-এর পক্ষ থেকে।
সমস্ত কিছু নিয়ে যাবতীয় সমস্যাকে দূরে ঠেলে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার গতি এখন ঊর্ধ্বমুখী। আপনিও কি এই গেম খেলতে ভালোবাসেন? কেমন লাগে এর গেমপ্লে এক্সপেরিয়েন্স আপনার? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।