ASUS ROG Phone 5-এ পাবেন মাথা খারাপ করে দেওয়া স্পেকস, থাকছে 18GB RAM

asus rog phone 5 sets record in master lu benchmarking platform

আমরা আগেই জানিয়েছিলাম ASUS ROG Phone 5 খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এই মার্চ মাসের 10 তারিখেই এই স্মার্টফোনকে গ্লোবালি লঞ্চ করা হবে। হাতে আর মাত্র কয়েক দিন বাকি। এই মুহূর্তেই ASUS ROG Phone 5 সম্পর্কে মাথা খারাপ করে দেওয়ার মতো তথ্য পাওয়া গেল।  

কি কি তথ্য পাওয়া গেল এই ASUS ROG Phone 5 সম্পর্কে ?

ইতিমধ্যে এই ডিভাইসের Master Lu বেঞ্চমার্ক জানতে পারা গেল। চাইনিজ সোশ্যাল মিডিয়া Weibo তে এই বিষয়ে বিস্তারিত পোস্ট জানিয়েছে Master Lu এবং সেই পোস্ট ভাইরাল হতে বেশিক্ষণ লাগেনি। সেখানে দেখা যাচ্ছে Master Lu তে এই ডিভাইসটির স্কোর করেছে 947284 পয়েন্ট। শুধু মাত্র এখানেই থেমে নয়। সবথেকে অবাক করা বিষয় হল এই ডিভাইসে রয়েছে 18GB RAM।

Master Lu পোস্ট থেকে এটাও বুঝতে পারছি যে ডিভাইসে রয়েছে Snapdragon 888 প্রসেসর। তারই সাথে এই 18GB+ 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। এর আগে আমরা জানিয়েছিলাম এই স্মার্টফোনে তে থাকতে পারে OLED ডিসপ্লে, 165Hz এর রিফ্রেশ রেট সহ ডিসপ্লে হতে পারে 6.78 ইঞ্চির।  

জেনে নিন : কমদামে ল্যাপটপ নিয়ে আসতে পারে Reliance Jio, নাম JioBook, ব্যবহার করা যাবে তাদের ইন্টারনেট কানেক্টিভিটি

আর 18 জিবি RAM থাকতে পারে সেটাও আমরা আগে জানিয়েছিলাম। এছাড়াও এই স্মার্টফোনে থাকবে 6,000mAh এর ম্যাসিভ ব্যাটারি।  

কবে লঞ্চ করা হবে এই ASUS ROG Phone 5 স্মার্টফোনটি?

এই স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে 10ই মার্চ বিকাল 4 টা 15 মিনিটে। এই লঞ্চ ইভেন্টে থাকবেন পপুলার গেম স্ট্রিমার স্কাউট এবং এশিয়ার নাম্বার ওয়ান ইউটিউবার ক্যারিমিনাটি। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।