অবশেষে লঞ্চ হল বহু প্রতীক্ষিত Asus ROG Phone 5, জেনেনিন বিস্তারিত

ASUS ROG Phone 5 ShresthoTech
প্রতীকী ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদঘাটন হল বহু কাঙ্খিত ‘ASUS ROG PHONE 5’ সিরিজ। এই স্মার্টফোনটির তিনটি আলাদা আলাদা ভেরিয়েন্ট পেতে চলেছেন  ‘ASUS ROG PHONE 5’ ও ‘ASUS ROG PHONE 5 Pro’ এবং ‘ASUS ROG PHONE 5 Pro Ulnimate Edition’।  চলুন জেনে নেওয়া যাক এই সমস্ত স্মার্টফোনের স্পেসিফিকেশনস। সর্বপ্রথম আপনাদের জানাবো ‘ASUS ROG PHONE 5’ এর স্পেসিফিকেশনস।

ASUS ROG PHONE 5 এর স্পেসিফিকেশনস

‘ASUS ROG PHONE 5’  স্মার্টফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির অসাধারণ ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। এই স্মার্টফোনটিতে অসাধারণ ব্যাটারির সুবিধা। যেখানে আপনি পেয়ে যাবেন 6,000mAh এর অসাধারণ ব্যাটারি। এছাড়াও এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 65 W সম্পন্ন ফাস্ট চার্জিং সাপোর্ট। টাইপ C পোর্ট ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে। খুব কম সময়ে আপনার স্মার্ট ফোনকে দ্রুত ফুল চার্জ এ পরিপূর্ণ করে তুলবে এই কম্বিনেশন।

ক্যামেরা সেটআপ এর কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 64MP এর মেন ক্যামেরা। সাথে থাকছে 13 MP এর ওয়াইড এঙ্গেল সেন্সর, সাথে 5 MP এর  ম্যাক্রো লেন্স রয়েছে স্মার্টফোনটিতে, এছাড়াও স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 24 MP এর ফ্রন্ট ক্যামেরা। এরই সাথে এই স্মার্টফোন অর্থাৎ ‘ASUS ROG PHONE 5’ এ রয়েছে Snapdragon 888 SoC। এই স্মার্টফোনে রয়েছে 144Hz রিফ্রেশ রেট। 

এছাড়াও এই স্মার্টফোনটির আপনি পেয়ে যাবেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বর্তমানে’ASUS ROG PHONE 5′ (8GB+128 GB)দাম রাখা হয়েছে 49,999 টাকা মাত্র। এবং (12GB+256GB) দাম রাখা হয়েছে 57,999 টাকা মাত্র। এর সেল শুরু হচ্ছে আগামী মাসের 15 তারিখ। অর্থাৎ এপ্রিলের 15 তারিখ। 

জেনে নিন : Vi নিয়ে এল চারটি নতুন Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন সমেত প্ল্যান, এবার টক্কর জিও ও এয়ারটেলের সাথে

ASUS ROG PHONE 5 Pro স্পেসিফিকেশনস

‘ASUS ROG PHONE 5’ এ যে স্পেসিফিকেশনের কথা আপনাদের জানিয়েছি ঠিক একই ফিচার্স এই স্মার্টফোনটিতেও আপনি পেয়ে যাবেন। তবে সামান্য কিছু পার্থক্য রয়েছে এই স্মার্টফোনে, এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 16GB RAM ও 512 GB ইন্টারনাল স্টোরেজ। কোম্পানির তরফ থেকে স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 69,999 টাকা।

ASUS ROG PHONE 5 pro Ultimate Edition স্পেসিফিকেশনস

এটিই বিশ্বের সর্বপ্রথম স্মার্টফোন যেটিতে 18 GB RAM ব্যবহার করা হয়েছে। এরই সাথে স্মার্টফোনে রয়েছে 512 GB ইন্টারনাল স্টোরেজ। এই স্মার্টফোনের  ডিসপ্লেতে আগের দুটি স্মার্টফোন এর তুলনায় সামান্য কিছু পার্থক্য রাখা হয়েছে এবং বাকি সমস্ত স্পেসিফিকেশন ‘ASUS ROG PHONE 5’ এর মতোই। বর্তমানে এটির দাম 79,999 টাকা মাত্র।

কেমন লাগলো এই সিরিজ আপনার? নিঃস্বন্দেহে গেমারদের জন্য এই স্মার্টফোন অসাধারণ হতে চলেছে। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।