আর মাত্র কয়েক দিন পরেই লঞ্চ হতে চলেছে Asus ROG Phone 5, কেমন হতে পারে এই স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেসন্স?

asus rog phone 5 launch on march 10 probable price and specifications

মার্চ মাসের 10 তারিখে Asus ROG Phone 5 গ্লোবালি লঞ্চ করা হতে চলেছে। আর তারই সাথে ওই দিনই ভারতেও লঞ্চ করা হবে ওই স্মার্টফোনটিকে। মাথা খারাপ করে দেওয়া স্পেসিফিকেশনস থাকবে বলে মনে করা হচ্ছে এই Asus ROG Phone 5 টিতে। ইতিমধ্যেই গেমারদের মধ্যে প্রচণ্ড রকম জনপ্রিয় ROG ফোনের আগের মডেল গুলি। এবার তারা লঞ্চ করতে চলেছে তাদের Asus ROG Phone 5।

ইতিমধ্যেই Bluetooth Certification Website এ দেখা গেছে এই স্মার্টফোনের মডেলকে। 

কিকি স্পেসিফিকেশনস থাকবে Asus ROG Phone 5 এ? দাম কত? 

ডিসপ্লের কথা বলতে গেলে এই স্মার্টফোনে থাকতে পারে OLED ডিসপ্লে। এর রিফ্রেশ রেট থাকতে পারে 165Hz এর।  সেটা হতে পারে 6.78 ইঞ্চির। তারই সাথে মনে করা হচ্ছে এই স্মার্টফোনে থাকতে পারে Qualcomm Snapdragon 888 প্রসেসর। 18 জিবি পর্যন্ত RAM ভ্যারিয়েন্ট থাকতে পারে এই স্মার্টফোনের। 

ব্লুটুথ সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে আমরা ভালোভাবে বুঝতে পাচ্ছি এই স্মার্টফোনে থাকবে ব্লুটুথ 5.2 এর সাপোর্ট। স্মার্টফোনে থাকতে পারে 6000mAh এর ব্যাটারি। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। 64 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেলের। ইতিমধ্যেই ফ্লিপকার্টে এই স্মার্টফোনের ল্যান্ডিং পেজ তৈরী হয়ে গেছে। 

জেনে নিন : Vi এর এই প্ল্যান গুলিতে পাবেন 1.5 GB করে ডেটা, থাকছে আরও অনেক সুবিধা, জেনে নিন বিস্তারিত

সেই পেজ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে 10 ই মার্চ বিকাল 4 টা 15 মিনিটে। এই লঞ্চ ইভেন্টে থাকবেন পপুলার গেম স্ট্রিমার স্কাউট এবং এশিয়ার নাম্বার ওয়ান ইউটিউবার ক্যারিমিনাটি। এর দাম হতে পারে 44,990 টাকা। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।