এবার ASUS নিয়ে চলে এল তাদের Official Online Store, পাওয়া যাবে এক গুচ্ছ নতুন সুবিধা

ল্যাপটপ হোক বা স্মার্টফোন ভারতে আসুসের জনপ্রিয়তার কমতি নেই। এবার এই জনপ্রিয়তা ধারাকে বজায় রাখতেই আসুস ভারতে লঞ্চ করেদিল তাদের অফিসিয়াল অনলাইন স্টোর। যেখানে পাওয়া যাবে একগুচ্ছ নতুন সুবিধা। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

ভারতে ASUS লঞ্চ করেদিল অনলাইন স্টোর

ভারতেই আজই ASUS শুরু করে দিল তাদের অফিসিয়াল অনলাইন স্তরের যাত্রা। এই স্টোর শুরু করা হয়েছে Shop with ASUS এই ক্যাম্পেইনের আন্ডারে। এবার আসুস প্রোডাক্টস কেনা যাবে এই অনলাইন স্টোরের মধ্যে। আসুস জেনবুক লাইনআপ থেকে শুরু করে ROG Phone 3, ROG Phone 5 সমস্ত কিছুই পাওয়া যাবে। 

শুধু এখানেই শেষ থাকছে না। মাত্র 499 টাকা থেকে শুরু হচ্ছে এমন অনেক ব্র্যান্ডেড এক্সেসরিজ পাওয়া যাবে এই স্টোর থেকে। পেয়ে যাবেন ওয়ারেন্টি এক্সটেনশন করার সুবিধাও। আর এই সুবিধা শুরু হচ্ছে মাত্র 99 টাকা থেকে।তার সাথে আসুস রাখছে প্রোডাক্ট এক্সচেঞ্জ ডিসকাউন্টের ব্যবস্থাও। যে সুবিধা তারা নিয়ে আসছে Cashify এর সাথে পার্টনারশিপে। 

জেনেনিন :3,000 টাকা দাম কমে গেল Vivo X60 স্মার্টফোনটির, খুশির খবর Vivo লাভারদের মধ্যে

আসুস জানাচ্ছে ভারতের 30,000 পিন কোডে প্রোডাক্ট ডেলিভারি করবে এই অনলাইন স্টোর। পরবর্তীকালে নিশ্চিত ভাবেই এই সার্ভিস আরো বাড়ানো হবে তা বোঝাই যাচ্ছে। এমনকি কাস্টমারদের সাহায্যের জন্য আলাদা করে টোল ফ্রি নাম্বার এবং ইমেইল হেল্পলাইন শুরু করেছে আসুস।  

নিঃসন্দেহে আসুস লাভারদের জন্য এটা দারুন খুশির খবর। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও আমরা দেখেছিলাম অ্যাপেল ভারতে শুরু করে দিয়েছিল তাদের অফিসিয়াল অনলাইন স্টোর। তা শুরু করার পর তাদের ব্যবসায় রীতিমতো চমকে দেওয়ার মতো গ্রোথ দেখতে পেয়েছিল তারা। 

এবার ASUS সেই পথ ধরতে চাইছে। নিশ্চিতভাবেই এবার ASUS কতটা সফল হয় তাদের পদক্ষেপে সময়ই বলে দেবে।