আজ রয়েছে অ্যাপেলের WWDC 2021, কিভাবে দেখবেন? কি কি পেতে পারি আমরা এই ইভেন্টে?

আজ রয়েছে অ্যাপেলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (Worldwide Developers Conference) 2021। আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হয়ে যাবে সেই ইভেন্ট। বেসিক্যালি এই ইভেন্টে অ্যাপেল তাদের সফটওয়্যার রিলেটেড আপকামিং ফিচারস সহ তাদের ফিউচার প্লানিং সমস্ত কিছু ডিসকাস করে।

তাই মনে করা হচ্ছে আজকের এই ইভেন্টে রীতিমতো চমকে দিতে চলেছে অ্যাপেল (Apple)। চলুন দেখে নেওয়া যাক কোন কোন বিষয়ে আজকের ঘোষণা করতে পারে অ্যাপল। 

কোন কোন বিষয়ে আজকের ঘোষণা করতে পারে অ্যাপল-

মনে করা হচ্ছে iOS 15 এর ঝলক দিতে চলেছে অ্যাপেল এই ইভেন্টে। নিঃসন্দেহে iOS 15 মধ্যে আমরা আরো ইমপ্রুভড UI থেকে শুরু করে আরও সিকিউরড ও সুবিধাযুক্ত মেসেজিং ফাংশনালিটি পাবো। এমনই মনে করা হচ্ছে। তার সাথে সাথে অ্যাপেলের বিখ্যাত প্রাইভেসি ফিচার কে আরো কড়াকড়ি করা হতে পারে এই iOS 15 এর মধ্যে। 

এখানেই শেষ নয়। পাওয়া যেতে পারে iPad OS 15 এর ঝলক। যেখানে গতবারের তুলনায় আরও বেশি ইম্প্রুভড স্ক্রীন ডিজাইন পেতে অপরি আমরা iPad এর মধ্যে। গতবছরই উইজেট (Widget) সম্পর্কিত ইমপ্রুভমেন্টে শুরু করা হয়েছিল। এই বছর আমরা তারই ইম্প্রুভড ভার্সন দেখতে পারবো।

জেনে নিন : খুব শীঘ্রই ভারতে আসছে গুগলের Pixel Buds A, জেনে নিন এখনও পর্যন্ত কি জানতে পারছি আমরা

সাথে আইপ্যাডের মধ্যে নিয়ে আসা হতে পারে উন্নত মাল্টিটাস্কিং ফিচার। ইত্যাদি নানান বিষয়ে আলোচনা হতে পারে আজকে।ব্যতিক্রমী হলেও মনে করা হচ্ছে আজকের এই ইভেন্টে Apple তাদের নতুন MacBook Pro লঞ্চ করতে চলেছে। যেটা হতে চলেছে M2 চিপসেট এর সাথেই। যা হতে পারে 14 ইঞ্চি, 16 ইঞ্চি MacBook মডেল। 

আজকের এই ইভেন্টে সমস্ত কিছু নিয়ে Apple লাভাররা রীতিমতো উত্তেজিত হয়ে রয়েছেন। এবার দেখে নেওয়া যাক কিভাবে এই ইভেন্ট আপনি দেখতে পারবেন। 

কিভাবে আপনি WWDC 2021 দেখতে পারবেন?

এবছরও আমাদের ভার্চুয়াল ইভেন্টের ভরসাতেই থাক থাকতে হবে। আর কারণ অবশ্যই প্যানডেমিক সিচুয়েশন। ইভেন্ট শুরু হচ্ছে ভারতীয় সময় আজ রাত 10.30 মিনিটে। আর এই ইভেন্ট দেখতে পাওয়া যাবে অ্যাপেলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এবং ওয়েবসাইটে। 

নিচের ইউটিউব ভিডিওর মধ্যে গিয়ে আপনি রিমাইন্ডার সেট করো রাখতে পারবেন। এই ইভেন্ট শুরু হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।

WWDC 2021

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।