iPhone 13 সিরিজ, iPad 10.2, iPad Mini-র সাথে অ্যাপেল (Apple) তাদের লঞ্চ ইভেন্ট লঞ্চ করে দিয়েছে অ্যাপেল ওয়াচ সিরিজ সেভেন (Apple Watch Series 7)-ও। খুব শীঘ্রই ভারতের বাজারে এভেলেবেল হয়ে যাবে এই ওয়াচ সিরিজ। তার আগে চলুন দেখে নেওয়া যাক এই ওয়াচ সিরিজের সমস্ত স্পেসিফিকেশনস, দাম ও সমস্ত কিছু বিস্তারিতভাবে।
Apple Watch Series 7 স্পেসিফিকেশন্স ও ফিচারস
Apple Watch Series 7-এর মধ্যে ব্যবহার করা হয়েছে Always on Retina Display। যেটা Apple Watch Series 6 এর তুলনায় অ্যাপেল জানাচ্ছে 20 শতাংশ বেশি স্ক্রিন এরিয়া দেবে। এই ওয়াচের মধ্যে Blood Oxygen Monitor থেকে শুরু করে ECG এর সুবিধাও পাওয়া যাবে। পাওয়া যাবে Heart Rate Monirtoring-এর সুবিধাও। তারই সাথে Sleep Tracking ও Mindfulness-এর মত ফিচারের সুবিধা তো আছেই।
খুব সুন্দর সফট এবং রাউন্ডেড কর্নার্স পেয়ে যাব আমরা এই ওয়াচ এর মধ্যে। অ্যাপেল জানাচ্ছে যে গ্লাস এই ওয়াচে ব্যবহার করা হয়েছে সেটা এখনও পর্যন্ত নিয়ে আসা আপেল ওয়াচের মধ্যে বেশি ক্রাক রেসিস্টেন্ট এর সুবিধা প্রদান করবে। কারণ এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ক্র্যাক রেসিস্টেন্ট ক্রিস্টাল গ্লাস। সাথে অ্যাপেল জানাচ্ছে এর ডিসপ্লেও আগের থেকে বড় এবং উজ্জ্বল হতে চলেছে। আর এছাড়াও এটা IP68 ডাস্ট রেসিস্টেনটের সার্টিফিকেশন রয়েছে।
এই সার্টিফিকেশনের সাথে পাওয়া যাবে WR50 ওয়াটার রেসিস্টেনটের সুবিধা। অ্যাপেল জানাচ্ছে একবার ফুল চার্জ দিয়ে এই 18 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। আর আগের ওয়াজ সিরিজের তুলনায় 33% দ্রুত চার্জ হবে এই Apple Watch Series 7। চার্জ দেওয়ার জন্য ব্যবহার করতে হবে USB Type C ক্যাবল।
জেনে নিন : ভুল করে Gmail পাঠিয়ে ফেলেছেন? এইভাবে ফিরিয়ে নিয়ে আসুন, সমস্যা থেকে মুক্তি পান
0 থেকে 80% চার্জ হয়ে যাবে মাত্র 45 মিনিটের মধ্যে। যেটাও হিউজ ক্লেইম অ্যাপেল এর পক্ষ থেকে। আর মাত্র 8 মিনিট চার্জ দিয়ে 8 ঘন্টা স্লিপ ট্রাকিং এর সুবিধা পাওয়া যাবে এর মধ্যে। যেটাও নিঃস্বন্দেহে খুবই ভালো সুবিধা। পাঁচটি কালারের সাথে এই নতুন Apple Watch Series 7 টিকে পাওয়া যাবে।
Apple Watch Series 7-এর দাম
ভারতে এই Apple Watch Series 7-এর দাম এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে USA-তে এর দাম রাখা হয়েছে $399। যা ভারতীয় মুদ্রায় হয় প্রায় 29,400 টাকা মতো। এবার ভারতে এর দাম কত রাখা হয় সেদিকে লক্ষ্য থাকবে আমাদের।
আমাদের দেশে কবে এভেলেবেল হবে এই ওয়াচ তা সম্পর্কেও Apple-এর পক্ষ থেকে সঠিক কোনো ডেট জানানো হয়নি। জানানো হচ্ছে এই বছরের পরের দিকেই এই Apple Watch Series 7-কে ভারতে নিয়ে চলে আসা হবে।