অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বহুদিন থেকেই আমরা পাচ্ছিলাম এই সুবিধা। আইফোনেতেও দাবি উঠেছিল এই সুবিধা নিয়ে আসার। অবশেষে মনে করা হচ্ছে আইফোন থার্টিন (iPhone 13) এর সাথে হতে চলেছে প্রত্যাশা পূরণ। মনে করা হচ্ছে এই আপকামিং আইফোনের সাথেই লঞ্চ হয়ে যাবে রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের (Reverse Wireless Charging) সুবিধা।
iPhone 13 এর সাথে আমরা পেতে পারি Reverse Wireless Charging
2017 সালে iPhone X এবং iPhone 8 এবং iPhone 8 Plus মডেলের সাথেই চলে এসেছিল ওয়ারলেস চারজিং এর সুবিধা। তারপর থেকে এখনো পর্যন্ত আমরা যত আইফোন দেখেছি সমস্ত আইফোন গুলোতেই আমরা পেয়ে গেছি ওয়্যারলেস চার্জিং। আর একটি দাবি সব সময়ই উঠে আসছিল। সেটি রিভার্স ওয়ারলেস চারজিং। যা পেলে আইফোন থেকেই অন্যান্য কিছু ডিভাইস যেমন অ্যাপেল ওয়াচ (AppleWatch), এয়ার পডস(AirPods) ইত্যাদি সমস্ত কিছুই চার্জ করা যেত।
বেশকিছু দিন থেকেই জানা যাচ্ছে সেই প্রত্যাশা এবার পূরণ হতে চলেছে। আসতে চলেছে iPhone 13 । মনে করা হচ্ছে এই আইফোন থার্টিন এর মডেলের সাথেই আমরা পেয়ে যাব এই রিভার্স ওয়ারলেস চার্জের সুবিধা। শুধুমাত্র তাই নয়। মনে করা হচ্ছে এই আপকামিং আইফোনের সাথে থাকবে বড় ওয়ারলেস চারজিং কয়েল। যা আরো দ্রুত ও এফিসিয়েন্টলি চার্জিং এর সুবিধা প্রদান করবে। আর এই খবরই আনন্দ প্রদান করছে Apple লাভার দের।
এর আগেও দেখেছিলাম Apple Watch এর মধ্যেও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স আসতে চলেছে। তবে এই ওয়ারলেস চারজিং সম্পর্কে এখনও পর্যন্ত এত সমস্ত লিক্স পাওয়া গেলেও Apple তাদের তরফ থেকে কিছুই জানায়নি। খুব শীঘ্রই হয়তো এই বিষয়ে তথ্য জানতে পারবো বলে মনে করা হচ্ছে। আর সমস্ত কিছু দেখে এটা বোঝাই যাচ্ছে যে Apple এবার তাদের কাস্টমারদের কথা শুনছে, পূরণ করার চেষ্টা করছে তাদের দাবি-দাওয়া।