শীঘ্রই অ্যাপেল লঞ্চ করতে পারে নতুন আইপ্যাড ও আইপ্যাড মিনি !

বিখ্যাত অ্যাপেল অ্যানালিস্ট মিং-চি কুও এর লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, অ্যাপেল নতুন আইপ্যাড ও আইপ্যাড মিনি শীঘ্রই লঞ্চ করতে পারে।

অ্যাপেলের নতুন আইপ্যাড হবে 10.8 ইঞ্চির আর আইপ্যাড মিনি হবে খুব সম্ভবত 9 ইঞ্চির।

কুও-র মতে, অ্যাপেল এই বছরের শেষের দিকে,সম্ভবত দ্বিতীয়ার্ধে 10.8-ইঞ্চি আইপ্যাড লঞ্চ করবে।

9 ইঞ্চির আইপ্যাড মিনি 2021-এর প্রথমার্ধে লঞ্চ করবে। নতুন আইপ্যাড দুটিই সাশ্রয়ী মূল্যেই লঞ্চ হবার কথা, $329 (প্রায় 25,000 টাকা)।

কুওর নোটে আরো দাবি করা হয়েছে যে অ্যাপেল তার রিউমর্ড এআর গ্লাসটি 2022 সালে প্রথম দিকে লঞ্চ করবে।

তবে, এটা অস্পষ্ট যে,এই নতুন আইপ্যাডগুলি অ্যাপলের বর্তমান আইপ্যাড লাইনআপে কীভাবে স্লট হতে পারে বা তারা বর্তমান মডেলগুলিকে রিপ্লেস করবে কি ।

আরও জানুন : ফেসবুক 400 মিলিয়ন ইউএস ডলার খরচ করে কিনে নিল এই জনপ্রিয় প্লাটফর্মকে, থাকছে তাদের নতুন প্ল্যান !

বর্তমান প্রজন্মের আইপ্যাড মিনিতে একটি 7.9 ইঞ্চি স্ক্রিন থাকবে।

তবে কুওর রিপোর্টটি যদি সত্য হয়, অ্যাপেলের সবচেয়ে ছোট ট্যাবলেটটি কমপক্ষে 8.5 থেকে 9 ইঞ্চি হওয়া উচিত।

7-তম জেনারেশনের আইপ্যাডটিতে 10.2 ইঞ্চির স্ক্রিন থাকবে।