App Store-এর মধ্যে নিয়ে আসা হল এই তিনটি ডোমেস্টিক পেমেন্ট মোডস, সুবিধা হবে সকলেরই

App Store ShresthoTech

এতদিন পর্যন্ত অ্যাপেলের অ্যাপস্টোরে কোনো রকম পারচেসের এর ক্ষেত্রে বা সাবস্ক্রিপশনের জন্য ভারতীয়রা শুধুমাত্র ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারতেন। ফলে স্বভাবতই সমস্যা হতো সকলেরই। অনেকে চাইলেও তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট সেখান থেকে কিনতে পারতেন না।

এবার এমন ইউজারদের জন্যই খুশীর খবর নিয়ে চলে এসেছে এই বিশ্ব বিখ্যাত টেক কোম্পানি। অ্যাপেল ভারতের অ্যাপস্টোরে নতুন তিনটি পেমেন্ট মেথড যোগ করেছে যেগুলো সকল ভারতীয়দেরই অত্যধিক সুবিধা প্রধান করবে। আর এই নতুন তিনটি পেমেন্ট মোট হল ইউপিআই (UPI), রূপে (Rupay) এবং নেট ব্যাঙ্কিং (Net Banking)। 

এর পরবর্তীকালে আপনি যদি অ্যাপস্টোর অথবা আইটিউনসে কোনরকম পারচেজ করতে চান, তাহলে এই তিনটে পেমেন্ট মেথড ব্যবহার করেও আপনি পারচেজ করতে পারবেন। নিঃসন্দেহে এটা দারুণ সুবিধাজনক ব্যাপার হলো সকল ইউজারদের জন্যই।

প্রসঙ্গত উল্লেখ্য 2012 সালে ভারতের Rupay পেমেন্ট মোডকে লঞ্চ করা হয়েছিল এবং 2016 সালে লঞ্চ করা হয়েছিল UPI পেমেন্ট মোডকে। যেগুলো পরবর্তীকালে অত্যধিক জনপ্রিয়তা লাভ করেছিল। আর ভারতে অ্যাপেলের জনপ্রিয়তা তো ইতিমধ্যেই ক্রমশ ঊর্ধ্বমুখী।

জেনেনিন : ভারতে তৈরি করা প্রথম Timex Helix 2.0 স্মার্টওয়াচ লঞ্চ হয়ে গেল, দেখেনিন এর স্পেসিফিকেশনস এবং দাম 

ইতিমধ্যেই আপেলের অফিশিয়াল অনলাইন স্টোর ভারতের লঞ্চ হয়ে গেছে এবং সেটাও ক্রমশ সাফল্যের পথে এগিয়ে চলেছে। সমস্ত কিছু মিলিয়ে অ্যাপেলের এই পদক্ষেপে হতবাক নয় অনেকেই। এই সিদ্ধান্ত তাদের বিজনেসকে আরো বৃদ্ধি করবে এবং তার সাথে কাস্টমারদেরও আরও সুবিধা প্রদান করবে সেটা নিঃসন্দেহে বলা যায়। 

তাই এতদিন ধরে App Store পেমেন্ট করতে গিয়ে যদি সমস্যা হতো আপনার, তাহলে সেই সমস্যা আর থাকলোনা। সহজেই এই তিনটি ডোমেস্টিক পেমেন্ট মেথদকে ব্যবহার করুন আর আনন্দ উপভোগ করুন।