খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে অ্যাপেলের নতুন iPad Pro। এই বিষয়ে অনেকদিন থেকে গুজব শোনা যাচ্ছিল। সেই গুজব এবার সত্যি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
কেমন হতে চলেছে এই নতুন আইপ্যাড প্রো ?
রিউমরস অনুযায়ী এখন প্রায় নিশ্চিত ভাবেই বলা যায় যে নতুন iPad Pro তে থাকবে Mini LED Screen ! যার মধ্যে অবশ্যই আমরা আরও ভাল কন্ট্রাস্ট রেশিও এবং কালার রিপ্রোডাকশন দেখতে পেয়ে যাব। অর্থাৎ ওভারঅল ইউজাররা অনেক ভালো এক্সপেরিয়েন্স পাবেন এই নতুন আইপ্যাড প্র থেকে।
আবার কিছুরই রিউমরস থেকে জানা যাচ্ছে শুধুমাত্র 12.9 ইঞ্চির আইপ্যাডে থাকবে Mini LED Screen। অ্যাপেল পেন্সিলকে চার্জ দেওয়ার জন্য ম্যাগনেটিক পোর্ট থাকছে।
আর প্রসেসর এর বিষয় বলতে গেলে মনে করা হচ্ছে iPhone 12 রেঞ্জের মতোই এই নতুন আইপ্যাড প্রো মডেল এ থাকতে পারে A14 Bionic Chipset। আর যেটা অবশ্যই সাপোর্ট করবে 5G। নিঃসন্দেহে এটা একটা নতুন ব্যাপার হবে আপেলের আইপ্যাড লাইনআপ এর মধ্যে।
জেনে নিন : Amazon Alexa দেশে করলো 3 বছর পূর্ণ, দেখেনিন ভারতীয়দের কেমন প্রশ্ন সামলাতে হয় তাকে!
ক্যামেরা সম্পর্কে এখনও আমরা বিস্তারিত জানতে পারিনি। তবে কিছু রেন্ডার থেকে এটা পরিষ্কার যে ব্যাকে ডুয়াল লেন্স থাকছে আর থাকছে LiDAR স্ক্যানার।
কবে রিলিজ হচ্ছে নতুন আইপ্যাড
গত বছর অর্থাৎ 2020 সালের মার্চ মাসের 18 তারিখে লঞ্চ করা হয়েছিল iPad Pro এর আগের মডেল। তাই মনে করা হচ্ছে এবছরের মার্চ মাসেই লঞ্চ হতে পারে আইপ্যাড প্রো নতুন মডেল। দিন যত ঘনিয়ে আসছে ততই নতুন সমস্ত রিউমরস শোনা যাচ্ছে এই বিষয়ে।
কেমন দাম হতে পারে
দাম সম্পর্কে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে iPad Pro এর আগের মডেলের দাম শুরু হয়েছিল 71,900 টাকা থেকে। সেই আগের মডেলের থেকে দামের খুব বেশি হেরফের হবেনা বলেই মনে করা হচ্ছে। তবে নতুন আইপ্যাড সম্পর্কে এই রিউমর্স কতটা সত্যি হয় সেটাই এখন দেখার। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন মাত্র।
সমস্ত লেটেস্ট টেক নিউজ সবার আগে পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে।