সম্পূর্ণ বিনামূল্যে পাবেন 10 টি প্রিমিয়াম e-books, World Book Day উপলক্ষে বইপ্রেমীদের জন্য আমাজনের গিফট

amazon free ebooks for world book day

আপনি যদি বই পড়তে ভালোবাসেন বা একজন বইপ্রেমিক মানুষ হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ WORLD BOOK DAY । সেই উপলক্ষেই Amazon এর তরফ থেকে 10 টি দারুন Kindle Ebooks পড়ার সুবিধা পেতে চলেছেন সম্পূর্ণ বিনামূল্যে। 

জানা গিয়েছে ভারতে এই বইগুলি শুধুমাত্র ইংরেজি ভাষাতেই উপলব্ধ রয়েছে। এই বইগুলি পড়ার ক্ষেত্রে কোনরকম বাড়তি টাকা আপনাকে দিতে হবে না। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই  বইগুলি ডাউনলোড করে পড়তে সক্ষম হবেন। 

এই বইগুলো আপনি Kindle, Amazon Fire Tablet, আপনার স্মার্টফোনের Kindle App এর মাধ্যমে পড়তে পারবেন। Kindle ebook এর এই অসাধারণ অফারটি 25th April দুপুর 12:29 এ শেষ হয়ে যাবে। তাই দেরি না করে এখনি এই সুবিধাটি উপভোগ করুন।

Amazon এর একটি মাইক্রোসাইটের হিসাবে, যে সমস্ত Amazon.in গ্রাহকরা তাদের Amazon.in অ্যাকাউন্টের সেটিংসে বর্তমান দেশ হিসাবে ‘ভারত’ সেট করেছেন। একমাত্র তারাই এই অফারটি গ্রহণের জন্য যোগ্য। এই 10 টি ebooks সেই মাইক্রো সাইটের মাধ্যমে ডাউনলোড করা যেতে পারে। 

Amazon এর তরফ থেকে জানানো হয়েছে এই অফারটি হস্তান্তর যোগ্য নয় এবং এটি পুনরায় কেনা যাবে না। একই সাথে এটাও জানা গিয়েছে যে, এই বইগুলি পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে।

এখানে আপনি পেয়ে যাবেন The Broken Circle: A Memoir of Escaping Afghanistan by Enjeela Ahmadi-Miller, The Son and Heir: A Memoir Kindle Edition by Alexander Munninghoff, Some Days Kindle Edition by Maria Wernicke, and A Single Swallow by Zhang Ling ইত্যাদির ই-বুক।

জানেন কি : কম দামে কিছু অসাধারণ টেক গিফট আইডিয়া

এরই সাথে Amazon এর তরফ থেকে Kindle and Audible Platforms এর ক্ষেত্রে একটি নতুন ফিচার ঘোষণা করেছে। যেখানে ইউজারদের যদি কোনো নির্দিষ্ট বইয়ের Cover ভালো লেগে থাকে। তবে সে ক্ষেত্রে তিনি সেই বইয়ের Cover লক স্কিনে ওয়ালপেপার করার সুবিধা পাবেন। 

তবে এই ফিচারটি শুধুমাত্র Kindle (8th, 10th Gen), Kindle Paperwhite (7th, 10th Gen), Kindle Oasis (8th, 9th, 10th Gen), and Kindle Voyage (7th Gen) ব্যবহারকারীরাই উপভোগ করতে পারবেন।