এই অদ্ভুত কারণের জন্য পরিবর্তন করা হল Amazon এর App Icon!

amazon has changed their app icon for a strange reason

নানান সমস্যার জন্য জনপ্রিয় কোম্পানির লোগোকে চেঞ্জ করতে আমরা প্রায়ই দেখতে পায়। সদ্য সদ্য এমন ঘটনা ঘটেছিল অনলাইন শপিং সাইট Myntra-র ক্ষেত্রে। Myntra-র লোগো দেখে কমপ্লেন করা হয়েছিল যে এই লোগো মহিলাদের পক্ষে বিব্রতকর। 

সেই কমপ্লেইন পাওয়ার পর তারা চেঞ্জ করে দেয় তাদের সেই লোগোকে। টেকনোলজির দুনিয়ায় এমনই আর এক ব্যাপার ঘটে গেল আবার বলে মনে করা হচ্ছে। সম্প্রতি Amazon তাদের App Icon চেঞ্জ করে। দীর্ঘ পাঁচ বছর পর তারা তাদের App Icon পরিবর্তন করে। নতুন App Icon দেখার পর অনেকেই কমেন্ট করতে থাকেন এই App Icon-র উপরে যে Blue Tape দেওয়া রয়েছে সেটা অনেকটাই এডলফ হিটলারের টুথব্রাশ গোঁফ এর মত দেখতে। 

এই বছরের জানুয়ারি মাসের শেষের দিকে এই নতুন App Icon কে ইউজ করা হয়েছিল কয়েকটা ইন্টারন্যাশনাল মার্কেটে। এই নতুন Amazon এর App Icon-এ শপিং কার্টের পরিবর্তে ব্লু টেপ ব্যবহার করা হয়েছিল। এবার সেই App Icon-এও চেঞ্জ করে দেওয়া হল এই কমেন্টের জন্য।

জেনে নিন : আর মাত্র কয়েক দিন পরেই লঞ্চ হতে চলেছে Asus ROG Phone 5, কেমন হতে পারে এই স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেসন্স?

দেখে নিন অ্যামাজনের আগের ও পরের App Icon-

তবে শুধুমাত্র আইওএস প্ল্যাটফর্মের জন্য এই App Icon চেঞ্জ হয়েছে। এন্ড্রয়েড প্ল্যাটফর্ম এর জন্য এই App Icon-এর পরিবর্তন এখনও আমরা দেখতে পারবো না। এন্ড্রয়েডের জন্য এই পরিবর্তন আমরা দেখতে পারবো এই মাসের শেষের দিকে। আমাজনের তরফ থেকে জানানো হয়েছে ইউজারদের ফিডব্যাকের উপর ভিত্তি করেই এই নতুন App Icon আনা হয়েছে। 

কেমন লাগছে এই নতুন App Icon আপনার? সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।