জুলাইয়ে‌ ‌মহাকাশে‌ ‌যাচ্ছেন‌ ‌Jeff‌ ‌Bezos,‌ ‌ছোটবেলার‌ ‌স্বপ্ন‌ ‌পূরণ‌ ‌করতে‌ ‌চলেছেন‌ ‌ভাইয়ের‌ ‌সাথে‌

amazon ceo jeff bezos about to fulfill his childhood dream will fly into space with his brother

আগামী মাসে অর্থাৎ জুলাইতেই নিজের প্রতিষ্ঠিত কোম্পানি অ্যামাজনের CEO-র পদ থেকে অবসর নিতে চলেছেন তিনি। আর সেই মাসেই তিনি তার ছোটবেলার স্বপ্ন পূরণ করতে চলেছেন। সেই স্বপ্ন আর অন্য কিছু না, সেই স্বপ্ন মহাকাশ ভ্রমন।

মহাকাশ যাত্রায় যাচ্ছেন বর্তমান পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি জেফ বেজোস- 

জুলাই মাসের 5 তারিখে তিনি অ্যামাজনের (Amazon) সিইও পদ থেকে অবসর নেবেন। আর জুলাই মাসেরই 20 তারিখ তিনি যাচ্ছেন মহাকাশ ভ্রমণে। শুধুমাত্র তিনি একা নন। তাঁর সাথে থাকছেন তার ভাই। দুই ভাই মিলে পাড়ি দেবেন মহাকাশে। মহাকাশ যাত্রার অভিজ্ঞতা অর্জন করে ফিরে আসবেন পৃথিবীতে। 

জেফ বেজোস এই বিষয়ে তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, “আমার পাঁচ বছর বয়স থেকেই আমি মহাকাশ ভ্রমণের স্বপ্ন দেখেছি। জুলাইয়ের কুড়ি তারিখে আমার ভাইয়ের সাথে সেই জার্নিতে অংশগ্রহণ করব।”

জেনে নিন : WhatsApp এর ডিলিট করে দেওয়া মেসেজ গুলি কিভাবে পড়বেন? জেনে নিন খুবই সহজ এই পদ্ধতি

ব্যাপারটা শুধুমাত্র স্পেশাল এখানেই নয়। তিনি তার নিজের প্রতিষ্ঠিত রকেট কোম্পানি ব্লু অরিজিন (Blue Origin) এর সাহায্যেই যাচ্ছেন মহাকাশে। তারা যাবেন ব্লু অরিজিনের তৈরি করা The New Shephard Rocket ও তার সাথে ক্যাপসুলের সাহায্যে। তারা পৌঁছে যাবেন পৃথিবী থেকে 100 কিলোমিটার উচ্চতায়। যেখানে তারা ভারহীন অবস্থাও অনুভব করতে পারবেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, ব্লু অরিজিন (Blue Origin) জেফ বেজোস এর রকেট ভেঞ্চার। ইলন মাস্ক এর স্পেসেক্স (SpaceX) এর মতোই তিনি নানান অসাধ্য সাধন করে চলেছেন এই ব্লু অরিজিন এর মাধ্যমে। আর এই জুলাইয়ের কুড়ি তারিখেই প্রথম তারা অরগানাইজ করতে চলেছে সাব অরবিটাল সাইটসিইং। নিঃসন্দেহে যেটা হতে চলেছে তাদের কোম্পানির ইতিহাসে এক অন্যতম গর্বের মুহূর্ত।