অ্যামাজফিট একটি নতুন ফিটনেস ট্র্যাকার লঞ্চ করেছে যা একদম এমআই ব্যান্ড 5 এর মতো দেখতে। তবে থাকবে দামের ফারাক।
যদিও এতে আশ্চর্য হবার কিছু নেই কারণ দুটি ব্যান্ড এর ডিজাইন ও টেকনোলজি একটিই কোম্পানির অধীনে।
ফিটনেস ট্র্যাকিং ডিভাইস তৈরির জন্য পরিচিত অ্যামেজফিট এবার একটি স্লিকার ও আরও কমপ্যাক্ট ফিটনেস ব্যান্ড ডিজাইন বেছে নিয়েছে।
অ্যামাজফিট ব্যান্ড 5 এ রয়েছে এসপিও 2 মনিটর, হার্ট রেট সেন্সর ও আলেক্সা সাপোর্টসহ আরও অনেক কিছু আকর্ষণীয় ফিচার।
কি কি ফিচার থাকছে এই লেটেস্ট ফিটনেস ব্যান্ডে?
Amazfit Band 5 এ রয়েছে 45 টি ওয়াচ ফেসের সাপোর্টসহ 1.1-ইঞ্চি AMOLED টাচ ডিসপ্লে, SpO2 মনিটর।
SpO2 মনিটর বডি অক্সিজেন লেভেল পরিমাপ করতে সক্ষম। মহিলাদের মাসিক চক্র ও ওভিউলেসন পিরিয়ড ট্রাক করার ক্ষমতা রয়েছে এই ব্যান্ডের।
ব্যান্ডটিতে রয়েছে 11 টি স্পোর্টস মোড যেমন আউটডোর সাইক্লিং, সুইমিং,স্কিপিং ও অন্যান্য। এটি 24 ঘন্টা হার্টরেট পরিমাপ করে ও হার্ট রেট যখন খুব বেড়ে যায় তখন এলার্ট করে।
স্লিপ মনিটরিং ও স্ট্রেস মনিটরিং ফিচার রয়েছে এই ব্যান্ডে। রয়েছে আমাজন আলেক্সা ভয়েস সাপোর্ট।
5 ATM অবধি ওয়াটার রেসিস্টেন্স এই ওয়াচটি,তাই সাওয়ারে স্নান করার সময়ও এটি পরে থাকা সম্ভব।
এর 125 mah ব্যাটারি 15 থেকে 25 দিন অবধি চলে একবার চার্জ করলে।
এটির দাম মাত্র 45 US ডলার(3,499 টাকা প্রায়)।