লিক হয়ে গেল রিয়েলমির প্রথম ট্যাব Realme Pad এর কিছু ছবি, কেমন হবে এটি? দেখেনিন এখুনি

Realme Pad Tablet ShresthoTech

বেশ কিছুদিন ধরেই আমরা শুনে আসছি রিয়েলমি তাদের ল্যাপটপের সাথে নিয়ে আসতে চলেছে ট্যাবলেটও। যার নাম তারা দিয়েছিল রিয়েলমি প্যাড (Realme Pad)। এর আগেও আমরা এর অনেক ছবিও দেখতে পেয়েছি। এবার অতি সম্প্রতি এই ট্যাবলেট এর নতুন ছবি নতুন কিছু ছবি লিক হয়ে গেল। যেখানে দেখা যাচ্ছে একজন সেই ট্যাবলেট নিয়ে টেস্ট করছেন। 

রিয়েলমি ইতিমধ্যেই তাদের প্রথম ল্যাপটপ(Realme Book)এবং ট্যাবলেটের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এত সমস্ত কিছুর মাঝেই বেশ কয়েকটি ছবি লিক হয়ে গেল এই ট্যাবলেটের। ছবিগুলো তে যা দেখা যাচ্ছে মনে করা হচ্ছে একজন রিয়েলমিরই এক্সিকিউটিভ সেই ট্যাবলেটকে টেস্ট করছেন। 

সেই ট্যাবলেট এর ব্যাক সাইডের দেখা যাচ্ছে বেশ কিছু স্টিকারস দেওয়া রয়েছে। যা দেখে মনে করা হচ্ছে অবশ্যই এখনও পর্যন্ত টেস্টিং পর্যায়েই রয়েছে এই ট্যাবলেট। দেখেনিন এই ছবি গুলি- 

ছবি গুলিতে এর ব্যাক সাইডে শুধুমাত্র একটি ক্যামেরাই দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে অ্যালুমিনিয়াম অথবা মেটাল আলয় দিয়ে এর বডি তৈরি করা হয়েছে। যদিও এই ছবি অতটাও স্পষ্ট নয়। তবুও দূর থেকে এই তোলা ছবি গুলি দেখে মনে করা হচ্ছে রিয়েলমি প্যাড হতে চলেছে আইপ্যাড প্রো-র ডিজাইনের মতই।

জানেন কি : লিমিটেড সময়ের জন্য BSNL নিয়ে এল 45 টাকার প্ল্যান, পাবেন দারুন সুবিধা

ট্যাবলেটের সামনের দিকের যে ছবি দেখা যাচ্ছে সেখানে উপরে এবং নিচের দিকে বেশ ভালো রকমেরই বেজেলস দেখতে পাওয়া যাচ্ছে। এই বেজেলস গুলি থাকার জন্য সামনের ডিজাইন অতটাও ভালো লাগছেনা। তাই মনে করা হচ্ছে এটাই হয়তো ফাইনাল প্রোডাক্ট নয়। হয়তো এই ডিভাইসের ক্যামেরা ক্যাপাবিলিটি চেক করার জন্য রিয়েলমির কোন কর্মী এই Tab টিকে টেস্ট করছিলেন। সেই মুহূর্তেই ছবিগুলো তুলে নেওয়া হয়েছে বেশকিছু দূর থেকেই। 

এই টেস্টিং প্রোডাক্টের সাথে ফাইনাল প্রোডাক্টের অনেক পার্থক্য আসবে তার নিশ্চিতভাবেই বলা যায়। আর রিয়েলমি কাছ থেকেও এই বিষয়ে কোনো রকম তথ্য এখনো অফিশিয়ালি জানানো হয়নি। মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা জানতে পেরে যাব রিয়েলমি ট্যাবলেট সম্পর্কে। 

প্রসঙ্গত উল্লেখ্য রিয়েলমি ইন্ডিয়া এবং ইউরোপে সিইও মাধব সেঠ আগেই জানিয়েছিলেন যে রিয়েলমি ল্যাপটপ যার নাম দেওয়া হয়েছে রিয়েলমি বুক সেটা ভারতের নিয়ে আসা হবে এই বছরের শেষের দিকে। তাহলে তার সাথেই কি আমরা এই রিয়েলমি ট্যাবলেট-ও পাবো? নাকি তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের আরও কিছু দিন? এখনো অজানা এই সমস্ত প্রশ্নের উত্তর।