এয়ারটেল শীঘ্রই আনতে চলেছে তাদের নিজস্ব ভিডিও কনফারেন্সিং অ্যাপ, টক্কর হবে জুম, গুগল মিটের সাথে

ভারতীয় বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল ভাবছে তাদের নিজস্ব ভিডিও কনফারেন্সিং অ্যাপ।

“আমরা খুব শীঘ্রই একটি ইউনিফায়েড ভিডিও কনফারেন্সিং অ্যাপসহ বেশ কয়েকটি এন্টারপ্রাইজ-গ্রেড প্রোডাক্ট লঞ্চ করার কথা ভাবছি,” এয়ারটেলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এক ব্যক্তি জানান।

এয়ারটেলে তরফ থেকে জানানো হয়েছে যে ওই ভিডিও কনফারেন্সিং অ্যাপ বর্তমানে চালু জুম,গুগল মিটের থেকে সম্পূর্ণ আলাদা হবে।

ভিডিও কনফারেন্সিং অ্যাপটি মোবাইল এবং ডেস্কটপগুলি উভয় প্লাটফর্ম জুড়ে কাজ করবে।

লেটেস্ট এইএস(AES) 256 এনক্রিপশন এবং অথেন্টিকেশনের একাধিক স্তর ব্যবহার করা হবে,অর্থাৎ ইউজারদের তথ্য এয়ারটেলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

এয়ারটেলের অন্যতম লক্ষ হ’ল ডেটা লোকালাইজেশন এবং সুরক্ষা। ইউজারদের জন্য আরও ভাল ভিডিও এবং ভয়েস কল প্রদান করা হবে।

ওয়ার্ক ফ্রম হোমের কারণে সাইবার নিরাপত্তার চারদিকে ক্রমবর্ধমান বিতর্ককে কেন্দ্র করে অ্যাপটির ইউএসপি উচ্চ পর্যায়ের সুরক্ষার দিকে মনোনিবেশ করছে এয়ারটেল।

প্রধানমন্ত্রীর লোকাল ফর ভোকাল এই প্রোগ্রামের অংশ হিসেবে এয়ারটেল দেশীয় ভিডিও কলিং অ্যাপ এর সূচনা করার কথা ভাবছে।

এয়ারটেল বলেছে যে প্রথমেই তারা ব্যাপক সাফল্যের কথা ভাবছে না প্রথমে তারা ইউজারদের সিকিউরিটির কথা সর্বপ্রথম মাথায় রাখবে।

আরও জানুন : ইউটিউবে এবার চলে এল নতুন ফিচার, খুবই সুবিধা হবে ক্রিয়েটরদের !

নিঃসন্দেহে এটি প্রযুক্তি এবং তার দক্ষতার ক্ষেত্রে ভারতীয় দক্ষতার কথা বিশ্বকে স্মরণ করিয়ে দেওয়ার এক দুর্দান্ত উপায়।

এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে এমন অ্যাপ এর জন্য প্রচুর ইনভেস্টমেন্টের দরকার কারণ হিসাবে অ্যাপের ডেভলপমেন্ট চলতেই থাকবে।