দিনের পর দিন অন্যান্য সংস্থা গুলির সাথে টেক্কা দিয়ে চলেছে Airtel টেলিকম সংস্থাটি। বলাবাহুল্য, দীর্ঘদিন ধরেই টেলিকম সংস্থাটি ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয়। আজকের আর্টিকেলে আপনাদের জানাবো airtel এর কিছু এক বছরের Truly Unlimited Prepaid প্ল্যানস। একবার রিচার্জ করে নিলে সারা বছর ধরে চিন্তা করতে হবেনা আর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত প্লানস গুলি।
Airtel 1498 টাকার প্ল্যান
এই Truly Unlimited প্ল্যানে আপনি পেয়ে যাবেন 365 দিনের জন্য বিভিন্ন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। আরও পাবেন মাত্র 24GB ডেটা, একমাসের জন্য ফ্রী প্রাইম ভিডিও দেখার সুযোগ। এছাড়াও থাকছে আনলিমিটেড হ্যালোটোনস সেট করার সুবিধা।
থাকছে টোটাল 3600 টি SMS, এরই সাথে থাকছে Airtel Xstream premium 400+ লাইভ টিভি চ্যানেল আনলিমিটেড মুভি এবং টিভি shows দেখার সুযোগ। পাবেন Wynk Music ফ্রী। এছাড়াও এই প্রিপেড প্ল্যানটির প্রথম রিচার্জে আপনি পেয়ে যাবেন 100 টাকা FASTag ক্যাশব্যাক।
Airtel 2498 টাকার প্ল্যান
এই Truly Unlimited প্ল্যানে আপনি পেয়ে যাবেন 365 দিনের জন্য যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। আরও পাবেন প্রত্যেক দিনের জন্য 2GB করে ডেটা, একমাসের জন্য ফ্রী প্রাইম ভিডিও দেখার সুযোগ। আনলিমিটেড হ্যালোটোনস সেট করার সুবিধা।
থাকছে প্রত্যেকদিন 100 টি করে SMS, এরই সাথে থাকছে Airtel Xstream premium 400+ লাইভ টিভি চ্যানেল আনলিমিটেড মুভি এবং টিভি shows দেখার সুযোগ। এরই সাথে আপনি পাবেন Wynk Music ফ্রী। এছাড়াও এই প্রিপেড প্ল্যানটির প্রথম রিচার্জে আপনি পেয়ে যাবেন 100 টাকার FASTag ক্যাশব্যাক।
Airtel 2698 টাকার প্ল্যান
এই Truly Unlimited প্ল্যানে আপনি পেয়ে যাবেন আগের প্ল্যান গুলির থেকে বাড়তি সুবিধা। 365 দিনের জন্য থাকছে Disney+Hotstar VIP সাবস্ক্রিপশন।যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পুরো 1 বছরের জন্য। এই প্ল্যান এ পাবেন প্রত্যেক দিনের জন্য 2GB করে DATA। এছাড়াও পাবেন আনলিমিটেড হ্যালোটোনস সেট সুবিধা। থাকছে প্রত্যেকদিন 100 টি করে SMS, এরই সাথে পাবেন Airtel Xstream premium 400+ লাইভ টিভি চ্যানেল আনলিমিটেড মুভি এবং টিভি shows দেখার সুযোগ। পাবেন Wynk Music ফ্রী। এছাড়াও এই প্রিপেড প্ল্যানটির প্রথম রিচার্জে আপনি পেয়ে যাবেন 100 টাকা ক্যাশব্যাক।
নিঃস্বন্দেহে এই অফারগুলি দারুন। আপনার প্রয়োজন মতো রিচার্জ করে নিন ও সারা বছর চিন্তা মুক্ত থাকুন।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।