Airtel নাকি Vi, 499 টাকার Postpaid Plan-এ কে দিচ্ছে বেশি সুবিধা? এক নজরে জেনেনিন বিস্তারিত ভাবে

Airtel vs Vi ShresthoTech

টেলিকম সংস্থা Airtel এবং Vodafone Idea (Vi) উভয়েরই 499 টাকার Postpaid Plan রয়েছে। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো কোন সংস্থা একই খরচে বেশি সুবিধা প্রদান করছে। এছাড়াও জেনে নেবো কোন প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত হবে। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু।

Airtel 499 টাকার পোস্টপেইড প্ল্যানের বেনিফিট

এই পোস্টপেইড প্ল্যানের মধ্যে আপনি পেয়ে যাবেন এক মাসের জন্য 75GB Data। একই সাথে থাকছে 200GB পর্যন্ত ডেটা রোলওভার সুবিধাও। এরই পাশাপাশি পাবেন যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। আরও রয়েছে 100 টি SMS প্রতিদিনের জন্য।

একইসাথে ইনক্লুড রয়েছে OTT বেনিফিট যার মধ্যে পাবেন এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে Amazon Prime Video এবং Disney+ Hotstar উপভোগের সুবিধা। এছাড়াও থাকছে Airtel Xstream Premium এবং Airtel Thanks বেনিফিট। 

যদি আপনি আপনার Fair-Usage-Policy (FUP) নির্দিষ্ট সময়ের আগে শেষ করে ফেলেন তবে সে ক্ষেত্রে প্রতি MB জন্য 2 পয়সা চার্জ কাটা হবে এবং প্রতিটি SMS জন্য 10 পয়সা আপনাকে অতিরিক্ত খরচ করতে হবে। চলুন এবার Vi এর প্ল্যানের ব্যাপারে জেনে নেয়া যাক।

জেনেনিন : 26 টি ক্ষতিকারক Applications কে Google Play Store থেকে Remove করল গুগল, এরা লুকিয়ে লুকিয়ে সরিয়ে নিচ্ছিল টাকা, আপনার ফোনে ইন্সটল নেই তো?

Vodafone Idea 499 টাকার পোস্টপেইড প্ল্যানের বেনিফিট

এই প্ল্যানের মধ্যে থাকছে যে কোনো নেটওয়ার্কে এক মাসের জন্য সম্পূর্ণ আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। এছাড়াও পাবেন এক মাসের জন্য 100 টি SMS ব্যবহারের সুবিধা। একই সাথে পাবেন 75GB ইন্টারনেট ব্রাউজিং এর সুবিধা। Airtel-এর মতোই এতেও থাকছে 200GB ডেটা রোলওভার সুবিধা।

এখানেই শেষ নয় আরও পাবেন সম্পূর্ণ এক বছরের জন্য Amazon Prime Video এবং Disney+ Hotstar Mobile Subscription। এরই পাশাপাশি রয়েছে Vi Movies & TV সিনেমা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগের সুবিধা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উভয় সংস্থায় ইন্টারনেট ফেসিলিটি একই রেখেছে। একই সাথে লেটেস্ট মুভি সিনেমা ওয়াচের জন্য উভয় ক্ষেত্রেই পাচ্ছেন Amazon Prime Video & Disney+ Hotstar সুবিধা। তবে দেখতে গেলে Airtel সংস্থা Vi এর তুলনায় SMS ক্যাটাগরিতে বেশি সুবিধা প্রদান করছে। 

সেখানে Vi পুরো মাসে 100 টি SMS ব্যবহারের সুবিধা দেয় সেখানে Airtel প্রতিদিনের জন্য দিচ্ছে 100 টি SMS ব্যবহারের সুবিধা। কোন প্ল্যানটি আপনার বেশি ভালো লাগলো? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।