এয়ারটেল নিয়ে এল দৈনিক 2GB ডেটাসহ বার্ষিক প্ল্যান, টক্কর এবার জিওর সাথে !

জিওর পরে এবার এয়ারটেল নিয়ে এলো দৈনিক 2GB ডেটাসহ বার্ষিক প্ল্যান। রিলায়েন্স জিও এর আগে 2,399 টাকায় একই ধরনের একটি প্ল্যান এনেছে

এয়ারটেল প্রায় একই বেনিফিটসহ নিয়ে এলো বার্ষিক প্ল্যান 2,498 টাকায়।

অর্থাৎ জিওর বার্ষিক প্ল্যান এয়ারটেলের থেকে 99 টাকা কমে পাবেন, তবে জিওতে আপনি জিও টু অন্যান্য অপারেটরে কল করতে মাত্র 12,000 IUC মিনিট পাবেন।

জিওর বার্ষিক প্ল্যানে কেবলমাত্র জিও অ্যাপস গুলিতে কমপ্লিমেন্টরি সাবস্ক্রিপশন দিচ্ছে, কিন্তু এয়ারটেল বেশ কিছু বেশি সুবিধা দিচ্ছে।

কি কি সুবিধা পাবেন এই এয়ারটেল বার্ষিক প্ল্যানে?

  1. যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল।
  2. দৈনিক 2GB ডেটা।
  3. দৈনিক 100 টি ফ্রি এসএমএস।
  4. 365 দিনের ভ্যালিডিটি।
  5. Zee 5 প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফ্রিতে।
  6. Airtel Xstream ও Wynk Music তে ফ্রি সাবস্ক্রিপশন।
  7. আপনার মোবাইলের জন্য ফ্রি এন্টিভাইরাস।
  8. ফ্রি হেলোটিউন, Shaw Academy তে 28 দিনের ফ্রি কোর্স।
  9. FASTag তে ট্রানজাকসান করলে পাবেন 150 টাকার ক্যাশব্যাক।

আরও জানুন : শীঘ্রই অ্যাপেল লঞ্চ করতে পারে নতুন আইপ্যাড ও আইপ্যাড মিনি !

এবার আপনি আপনার পছন্দের ভিত্তিতে রিচার্জ করতে পারেন।