রিলায়েন্স জিও কে টেক্কা দিতে এয়ারটেল নিয়ে এল 456 টাকার প্ল্যান, জেনেনিন কে বেশি সুবিধা দিচ্ছে

airtel introduces new prepaid plan with no daily data limit

মাত্র কয়েকদিন আগেই রিলায়েন্স জিও পাঁচটি প্ল্যানের ব্যাপারে ঘোষণা করেছিল। যার কোন FUP ছিলনা বা ফেয়ার ইউজেস পলিসি ছিল না। অর্থাৎ এই প্ল্যান গুলোর মধ্যে যে ডেটা অফার করা হচ্ছিল, সেগুলো প্রতিদিনের ব্যবহারের কোন লিমিটেশন ছিলনা। আপনার যদি প্রয়োজন হয় তাহলে সেইগুলোকে আপনি একদিনেও ব্যবহার করে নিতে পারেন। বা ভ্যালিডিটি যতদিন ততোদিনেও ইউজ করতে পারতেন। 

সেই প্ল্যান গুলি নিয়ে এসে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল রিলায়েন্স জিও। এবার Reliance Jio কে টেক্কা দিতে এয়ারটেল নতুন এক প্ল্যান নিয়ে চলে এল Airtel। জেনে নেওয়া যাক এয়ারটেলের এই নতুন প্ল্যান সম্পর্কে। 

এয়ারটেলের 456 টাকার নতুন প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যাবে?

এয়ারটেলের 456 টাকার নতুন প্ল্যানে 50 জিবি FUP ডেটা পাওয়া যাবে। অর্থাৎ আপনি চাইলেই এই ডেটা একদিনে ব্যবহার করে ফেলতে পারেন। অথবা ভ্যালিডিটি যতদিন রয়েছে ততদিনেও শেষ করতে পারেন। এই প্ল্যানটির ভ্যালিডিটি 60 দিন। শুধুমাত্র এখানেই শেষ নয়। এই প্ল্যানের সাহায্যে আপনি ট্রুলি আনলিমিটেড কল করতে পারবেন যে কোন নেটওয়ার্কে। তারই সাথে প্রত্যেকদিন 100 টা করে SMS পাওয়া যাবে। 

জেনেনিন : পাবজি মোবাইলের Data ফিরিয়ে নিয়ে আসা যাবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতেও? জেনে নিন সঠিক তথ্য

সাথে আপনি এয়ারটেল থ্যাংকস এর বেনিফিট গুলো পাবেন। যার মধ্যে থাকছে Airtel Extreme Premium, Free Hello Tunes, Wynk Music, Shaw Academy-তে এক বছরের জন্য সাবস্ক্রিপশন। আছে Apollo Circle 24/7 এর সুবিধা। তার সাথে FastTag-এ 100 টাকা ক্যাশব্যাক। 

আপনি যদি মনে করেন এখানেই এই প্লানের সুবিধা শেষ। তাহলে ভুল করছেন। কারণ এর সাথে আপনি পেয়ে যাবেন Amazon Prime Video Mobile এডিশন এক মাসের জন্য ফ্রি ট্রায়ালের সুবিধা। 

এয়ারটেলের 456 টাকার প্ল্যান ও জিওর 447 টাকার প্ল্যানের মধ্যে কে বেশি বেনিফিট দিচ্ছে? 

রিলায়েন্স জিও 447 টাকার প্ল্যানও 50 GB FUP ডেটা পাওয়া যাচ্ছিল। ছিল 60 দিনের ভ্যালিডিটি, প্রত্যেকদিন 100 টা করে এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা। তার সাথে রিলায়েন্স জিওর অ্যাপ্লিকেশন গুলো ব্যবহারের সুবিধা। 

সেই প্ল্যান থেকে মাত্র 9 টাকা বেশিতে এয়ারটেলের এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন অ্যামাজন প্রাইম ভিডিও একমাসের ফ্রি ট্রায়াল। তার সাথে এয়ারটেল এক্সট্রিম, ফ্রি হ্যালো টিউনস, Shaw Academy-র মত সার্ভিসের বিনামূল্য অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ। FasTag এ থাকছে 100 টাকার ক্যাশব্যাকও।এই দুটি প্ল্যানের মধ্যে থেকে আপনার ভালো লাগছে কোন প্ল্যানটি? জানাতে ভুলবেন না।