প্রতিনিয়ত টেলিকম সংস্থাগুলি তাদের Plans গুলিকে পরিবর্তন করে গ্রাহকদের চমক দিয়ে চলেছে। অনেক সময় আমরা বুঝতে পারি না আমরা কোন নেটওয়ার্কে নিজেদের যুক্ত করব এবং কোন সংস্থা বেশি সুবিধা প্রদান করছে। তাই আজকের আর্টিকেলে আপনাদের জানাবো Airtel 598 টাকার প্ল্যান এবং Vi 599 টাকার প্ল্যানে কি সুবিধা পাবেন। সবশেষে জানাবো কোনটা আপনার জন্য আদর্শ হবে।
Airtel এর 598 টাকার প্রিপেইড প্ল্যান
এই প্রিপেইড প্ল্যান টিতে আপনি পেয়ে যাবেন যে কোনো নেটওয়ার্কে Unlimited voice call এর সুবিধা। একই সাথে পাবেন 1.5 GB করে Data প্রতিদিনের জন্য। এছাড়াও আপনি প্রতিদিন 100 টি SMS ব্যবহার করার সুবিধাও পেয়ে যাবেন। এই প্ল্যানটির বৈধতা 84 দিন।
এছাড়াও এই প্ল্যানে থাকছে আরও সুবিধা। আপনি পেয়ে যাবেন 30 দিনের জন্য Prime Video দেখার সুবিধা। রয়েছে unlimited movies, TV shows দেখার সুযোগ। যে কোনো song কে আপনি বিনামূল্যে Hello tunes করার সুবিধাও পেয়ে যাবেন। 3 মাসের জন্য Apollo 24|7 Circle সুবিধাও থাকছে এই plans টির মধ্যে। এরই সাথে পেয়ে যাবেন বিনামূল্যে Wynk Music এর সুবিধা। Shaw Academy তে পেয়ে যাবেন এক বছরের জন্য ফ্রী অনলাইন কোর্সের সুবিধা। সবশেষে FASTag এর ক্ষেত্রেও আপনি 100 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন।
Vi এর 599 টাকার প্রিপেইড প্ল্যান
এই প্রিপেইড প্ল্যান টিতে আপনি পেয়ে যাবেন যে কোনো নেটওয়ার্কে Unlimited voice call এর সুবিধা। এছাড়াও পাবেন 1.5 GB Data প্রতিদিনের জন্য। আপনি প্রতিদিন 100 টি SMS ব্যবহার করার সুবিধাও পেয়ে যাবেন। এই প্ল্যানটির বৈধতা 84 দিন।
এছাড়াও এই প্ল্যানটিতে রয়েছে আরও বেশ কিছু সুবিধা। Vi Movies & TV Classic access এর মাধ্যমে আপনি বিভিন্ন movies, originals, live TV, news উপভোগ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও পেয়ে যাবেন Binge All Night এর সুবিধা। অর্থাৎ 12 midnight to 6am পর্যন্ত আপনি বিনামূল্যে যেকোন Movie নেট ব্রাউজিং করতে পারবেন, যেকোনো লাইভ স্ট্রিম দেখতে পারবেন বিনামূল্যে। এর ক্ষেত্রে আপনার নির্ধারিত প্রতিদিনের Data থেকে কোনো Data কাটা হবে না। অর্থাৎ আপনার প্ল্যান শুরু হবে প্রতিদিন সকাল 6AM এর পর।
আপনি যদি অত্যধিক Movie Watch করতে ভালোবাসেন বা অত্যধিক আপনার কাজের ক্ষেত্রে Data প্রয়োজন হয় তবে সে ক্ষেত্রে আপনি Vi এর এই প্যাকটি ব্যবহার করতে পারেন।
নতুবা আপনি যদি Prime Video পাশাপাশি Shaw Academy বিভিন্ন কোর্স এর সুবিধা, Apollo 24|7 Circle এর মতো সুবিধা পেতে চান তবে সে ক্ষেত্রে আপনাকে Airtel এর প্ল্যান টি বেছে নিতে হবে।