Airtel-র 499 টাকা ও Reliance Jio-র 444 টাকার Prepaid Plan, কে দিচ্ছে বেশি সুবিধা? কোনটা আপনার জন্য উপযুক্ত হবে?

Airtel Reliance Jio ShresthoTech

টেলিকম অপারেটরদের মধ্যে এয়ারটেল(Airtel) এবং রিলায়েন্স জিও(Reliance Jio) সম্পর্কে আর বিস্তারিত পরিচয় দেওয়ার নেই। ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রিতে দুটোরই গুরুত্ব অপরিসীম। আর তাদের মধ্যে কম্পিটিশন সবসময় লেগেই থাকে। এই দুটো টেলিকম অপারেটররা প্রায়ই কাছাকাছি দামের দুটো প্রিপেড প্ল্যান নিয়ে আলোচনা করবো আমরা। দেখব কোন দুটি প্ল্যানের মধ্যে কে দিচ্ছে বেশি বেনিফিট। 

এয়ারটেলের 449 টাকা প্রিপেইড প্ল্যান 

এয়ারটেলের 449 টাকার এই প্রিপেইড প্ল্যানে পেয়ে যাবেন প্রত্যেকদিন 2 জিবি করে ডেটা। তার সাথে থাকছে ট্রুলি আনলিমিটেড কলিং এর সুবিধা।পাবেন প্রত্যেকদিন 100 টা করে এসএমএস। এখানেই থেমে থাকছে না এই প্যাকেট বেনিফিট।

অ্যাডিশনাল বেনিফিট হিসাবে এই প্যাকের মধ্যে আপনি পেয়ে যাবেন অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন 30 দিনের ফ্রি ট্রায়াল। এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম পাবেন বিনামূল্যে। যেখানে আনলিমিটেড মুভিজ, টিভি শো দেখতে পারবেন আপনি। পাবেন Wynk মিউজিক। রয়েছে অ্যাপেলো 24।7 সার্কেল তিন মাসের জন্য একদমই বিনামূল্যে। তারই সাথে আনলিমিটেড হ্যালো টিউন সেট করতে পারবেন। 

পাবেন Upskill ও Shaw Academy-র এক বছরে অনলাইন কোর্স সম্পূর্ণ বিনামূল্যে। যদি ভাবেন এখানেই শেষ হয়ে যাচ্ছে এর বেনিফিট তাহলে আপনি ভুল ভাবছেন। FASTag-এ আপনি 100 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন এই রিচার্জ প্ল্যান এর সাথেই। নিঃসন্দেহে দারুল সমস্ত বেনিফিট প্রদান করছে এয়ারটেল। এই প্ল্যানটির ভ্যালিডিটি 56 দিন। 

রিলায়েন্স জিওর 444 টাকার প্রিপেইড প্ল্যান 

রিলায়েন্স জিও 444 টাকার প্ল্যানটির মধ্যে আপনি পেয়ে যাবেন দৈনিক 2 জিবি করে ডেটা। পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা। প্রত্যেকদিন 100 টা করে এসএমএস। আর তার সাথে রিলায়েন্স জিওর যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেগুলো বিনামূল্যে ব্যবহারের সুবিধা।

জেনেনিন : স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাস্টমার? সাবধান হয়ে যান, এইভাবে চাইনিজ হ্যাকাররা হ্যাক করার চেষ্টা করছে আপনার অ্যাকাউন্ট

এগুলোর মধ্যে রয়েছে জিওটিভি, জিও সিনেমা, জিও নিউজ, জিও সিকিউরিটি, জিও ক্লাউড এর মত প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন গুলো। এয়ারটেলের প্ল্যানটির মত রিলায়েন্স জিও-র প্ল্যানটির ভ্যালিডিটি 56 দিন।

কে দিচ্ছে বেশি বেনিফিট?

এবার প্রশ্ন হচ্ছে এই দুটো প্রিপেইড প্ল্যান এর মধ্যে কে দিচ্ছে বেশি বেনিফিট? প্রত্যেকদিন এর ডেটা, ভয়েস কলিং এর সুবিধা, এসএমএস এর বেনিফিট দুটোতেই একই রকম রয়েছে। এমনকি এই দুটো প্ল্যানের ভ্যালিডিটিও 56 দিন।

এর পরেও এয়ারটেলের ক্ষেত্রে অ্যাডিশনাল যে বেনিফিট গুলো পাওয়া যাচ্ছে সেগুলো দারুন। আপনি যদি প্রচন্ডরকম মিডিয়া কনজামশন করেন তাহলে এর মধ্যে অ্যামাজন প্রাইম এর মত ভিডিও স্ট্রিমিং সার্ভিসের বেনিফিট পেয়ে যাবেন 30 দিনের জন্য একদমই বিনামূল্যে। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে Upskill ও Shaw Academy-র ফ্রী কোর্স পেয়ে যাবেন এক বছরের জন্য বিনামূল্যে।

জেনেনিন : Reliance Jio নিয়ে এল Emergency Data Loan, পান 5GB ডেটা লোন হিসাবে, জেনেনিন কিভাবে

এছাড়াও অ্যাপেলো 24।7 সার্কেল তিন মাসের জন্য বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। মিউজিক স্ট্রিমিং ভিডিও স্ট্রিমিং এর সুবিধা তো থাকছেই এই প্ল্যানের মধ্যে। তাছাড়াও 100 টাকার FASTag ক্যাশব্যাক রয়েছে। যেটা অতুলনীয় অনেকের কাছেই। 

সেই তুলনায় রিলায়েন্স জিওর ক্ষেত্রে শুধুমাত্র জিওর অ্যাপ্লিকেশন গুলোর বেনিফিট পাবেন। আলাদা করে কোর্স করার সুবিধা বা FASTag-এ ক্যাশব্যাক পাবেন না। তাই আপনার যদি এই ধরনের সুবিধার প্রায়োরিটি থাকে তাহলে অবশ্যই এয়ারটেল প্রিপেড প্ল্যান টি আপনার জন্য অসাধারণ হবে। এর দাম 5 টাকা বেশি হলেও যে ভ্যালু আপনি পাবেন সেগুলো সত্যি অতুলনীয় হয়ে উঠবে। 

অপরদিকে আপনার যদি প্রত্যেকদিন শুধুমাত্র 2 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং এর প্রয়োজন হয়ে থাকে তাহলে রিলায়েন্স জিওর প্রিপেড প্ল্যান 5 টাকা কমে সেই একই বেনিফিট পেয়ে যাবেন।