Airtel এর 399 এবং Vi এর 399 টাকার প্রিপেইড প্ল্যানের মধ্যে বেশি বেনিফিট পাওয়া যাবে কোথায়? অবশ্যই জেনেনিন

airtel 399 and vi 399 prepaid plans compared which one should you choose

বিভিন্ন টেলিকম কোম্পানী গুলি প্রত্যেকদিনই তাদের কাস্টমারদের কাছে কিছু নতুনত্ব আনার চেষ্টা করে চলেছে। তা ভয়েস কলের ক্ষেত্রে বা ডেটার ক্ষেত্রে অথবা ভ্যালিডিটি ক্ষেত্রে হোক। অবশ্য এর ফলে অনেক সময়ই কাস্টমাররাই পাজেলড হয়ে যাচ্ছেন। 

সেই সমস্যার সমাধানে আজ আমরা জনাবো Airtel এর 399 টাকার প্রিপেইড প্ল্যান আর Vi এর 399 টাকার প্রিপেইড প্ল্যানের মধ্যে পার্থক্য। জানাবো কে বেশি বেনিফিট দিচ্ছে। 

Airtel এর 399 টাকার প্রিপেইড প্ল্যানে কি কি বেনিফিট পাওয়া যায়?

এই প্যাকে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল। সাথে 100 টা করে এসএমএস এবং 1.5 GB করে ইন্টারনেট প্রত্যেকদিন। প্যাকটির বৈধতা 56 দিন। এছাড়া এই প্যাকে রয়েছে আরও একগুচ্ছ অফার। 

প্রথমত, আপনি পাবেন 30 দিনের জন্য আমাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video) ফ্রি ট্রায়ালের সুযোগ।

দ্বিতীয়ত, রয়েছে এয়ারটেল Xtream Premium। যার দ্বারা পাবেন Unlimited Movies, TV shows। আপনার পছন্দমত হ্যালো টিউন করার ইচ্ছাপূরণও করতে পারবেন। তৃতীয়ত, প্যাকটিতে রয়েছে অ্যাপেলো 24/7 Circle তিন মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে।এখানেই শেষ নয়, WYNK Free Music উপভোগের সুযোগও থাকছে। যাতে আপনি Live Concert দেখতে পাবেন। 

জেনেনিন : প্রিপেইড টেলিকম প্ল্যানের সাথে পাবেন Health Insurance, দেখেনিন Vi এর দারুন দুটি Hospicare প্ল্যান সম্পর্কে বিস্তারিত

চতুর্থত, Upskill with Shaw Academy তে পেয়ে যাবেন একবছরের ফ্রি অনলাইন কোর্স এর সুযোগ। এবং সবশেষে FASTag এর ক্ষেত্রেও আপনি 100 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন।

Vi এর 399 টাকার প্রিপেইড প্ল্যানে কি কি বেনিফিট রয়েছে?

এই প্রিপেইড প্ল্যানটিতে আপনি পেয়ে যাবেন সমস্ত নেটওয়ার্কে Unlimited Voice Call এর সুবিধা। এছাড়াও 1.5 GB Data প্রতিদিনের জন্য। আপনি প্রতিদিন 100 টি SMS ব্যবহার করার সুবিধাও পেয়ে যাবেন। এই প্ল্যানটির বৈধতা 56 দিন।

জেনেনিন : কম দামে অসাধারণ গেমিং স্মার্টফোন, লঞ্চ হয়ে গেল Realme C25s

এছাড়াও এই প্ল্যানটিতে রয়েছে আরও বেশ কিছু সুবিধা। প্রথমত, Vi Movies & TV Classic access এর মাধ্যমে আপনি বিভিন্ন movies, originals, live TV, news উপভোগ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। 

দ্বিতীয়ত, থাকছে Binge All Night এর সুবিধা। অর্থাৎ 12 midnight to 6am পর্যন্ত আপনি বিনামূল্যে নেট ব্রাউজিং করতে পারবেন। যেকোনো লাইভ স্ট্রিম দেখতে পারবেন বিনামূল্যে। এর ক্ষেত্রে আপনার নির্ধারিত প্রতিদিনের Data থেকে কোনো Data কাটা হবে না। অর্থাৎ আপনার প্ল্যান শুরু হবে প্রতিদিন সকাল 6AM এর পর।

তৃতীয়ত, Weekend Data Rollover এর সুযোগ থাকছে এই প্ল্যানে। যার মাধ্যমে আপনার অব্যবহৃত ডেটা সপ্তাহান্তে যোগ হয়ে যাবে মেন ডেটা প্ল্যানের সাথে।

কোন প্ল্যান নেবেন?

আপনি যদি অত্যধিক Movie Watch করতে ভালোবাসেন বা অত্যধিক আপনার কাজের ক্ষেত্রে Data প্রয়োজন হয় তবে সে ক্ষেত্রে আপনি Vi এর এই প্যাকটি ব্যবহার করতে পারেন। 

অথবা আপনি যদি Prime Video পাশাপাশি Shaw Academy বিভিন্ন কোর্স এর সুবিধা, Apollo 24|7 Circle এর মতো সুবিধা পেতে চান তবে সে ক্ষেত্রে আপনাকে Airtel এর প্ল্যানটি বেছে নিতে হবে।