কবে লঞ্চ হবে AirPods 3 এবং AirPods Pro 2, পাওয়া গেল ইঙ্গিত

airpods ShresthoTech
প্রতীকী ছবি

বেশ কিছুদিন ধরেই আমরা শুনছি অ্যাপেল এই বছরই তাদের নতুন AirPods লঞ্চ করতে পারে। এই বিষয়ে টিপস্টার ট্রনের কাছ থেকে বেশকিছু হিন্টস পেলাম আমরা।  কবে লঞ্চ হচ্ছে AirPods 3 এবং AirPods Pro 2? দেখে নেওয়া যাক কি কি জানা যাচ্ছে এই বিষয়ে। 

খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে AirPods 3 এবং AirPods Pro 2

গত বছরের এপ্রিল মাসে লঞ্চ করা হয়েছিল AirPods। তারপর থেকে এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছেন Apple লাভাররা। এই বিষয়ে টিপস্টার ট্রন জানিয়েছিলেন নতুন AirPods লঞ্চ করা হবে এই বছরেরই Q3 তে। যেটা হতে চলেছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। অর্থাৎ লঞ্চ করা নাড়ছে বলা যায় প্রায়। এমনকি এমনও শোনা গেছে যে শুধুমাত্র প্রেস রিলিজের মাধ্যমেই এই নতুন AirPods কে লঞ্চ করে দেওয়া হবে সেপ্টেম্বর মাসে।  

ইতিমধ্যে AirPods 3 এর ডিজাইন সম্পর্কেও আমরা জানতে পেরে গেছি। শোনা যাচ্ছিল AirPods 3-র ডিজাইন হবে AirPods Pro এর ডিজাইনের মতোই। যেখানে AirPods গুলোর স্টেম (Stem) ছোট করা হবে। তারই সাথে কেস থাকবে প্রো ভার্সন এর মত। আরও চওড়া এবং ছোট আকৃতির করা হতে পারে সেটিকে। এমনও শোনা গিয়েছিল এর মধ্যে অ্যাক্টিভ নইসে ক্যান্সলেশন (Active Noise Cancellation) থাকবেনা। প্রো ভার্সন এর জন্য এটাকে তুলে রাখছে Apple!

জানেন কি : অনলাইনে শপিং করলে এই বিষয় গুলি অবশ্যই খেয়াল রাখুন ঠকে যাওয়া থেকে বাঁচুন

এই টিপস্টারের কাছ থেকে AirPods Pro সেকেন্ড জেনারেশন সম্পর্কেও অনেক তথ্য পাওয়া গেছে। তিনি জানিয়েছিলেন হয়তো এই Apple AirPods Pro 2 তে স্টেমকেই বাদ দেওয়া হতে পারে। ফলে in-ear ডিজাইন পাব আমরা এই AirPods Pro 2 এর ক্ষেত্রে। বলা যায় গ্যালাক্সি বাডস অথবা গুগোল পিক্সেল বাডসের মতোই AirPods Pro 2 পেতে পারি আমরা। তবে এর ফাইনাল ডিজাইন, সমস্ত স্পেসিফিকেশন জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর কয়েকটা মাস মাত্র। 

এ বিষয়ে আপনার কি মতামত? আপনিও কি কোনদিন AirPods কিনতে চান? অবশ্যই জানাতে ভুলবেন না।