আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন হল ভারত সরকারের লঞ্চ করা একটি করোনাভাইরাস ট্রাকিং অ্যাপ্লিকেশন । খুব ইন্টারেস্টিং ফিচার রয়েছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে ।
এতদিন পর্যন্ত স্মার্টফোন ব্যবহারকারীরাই এই অ্যাপ্লিকেশন এর সুবিধা উপভোগ করতে পারতেন । এবার এই আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন এর সুবিধা আপনি আপনার ল্যান্ডলাইন থেকে বা ফিচার ফোন থেকেও ব্যবহার করতে পারবেন ।
এবার ল্যান্ড লাইন ব্যবহারকারী ও ফিচার ফোন ব্যবহারকারীদের জন্যও লঞ্চ করা হল আইভিআরএস সার্ভিস ।
অর্থাৎ আরোগ্য সেতু ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম ।
যার সাহায্যে আপনি অনেক সুবিধা পাবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি এই নতুন সার্ভিস ব্যবহার করতে পারবেন ।
কিভাবে আপনি এই নতুন সার্ভিস ব্যবহার করতে পারবেন ?
আরোগ্য সেতুর অ্যাপ্লিকেশন টি কে আপনার ফিচার ফোন বা ল্যান্ডলাইন থেকে ব্যবহার করার জন্য আপনার ফিচার ফোন বা ল্যান্ডলাইন ফোন থেকে শুধুমাত্র একটি মিসকল দিন 1921 নাম্বারে ।
তারপরই আপনাকে কল ব্যাক করা হবে ।
আরও জানুন : পোকো F2 এর আগেই লঞ্চ হতে চলেছে পোকো M2 – এমনই ইঙ্গিত দিলো পোকো ইন্ডিয়া !
যাবতীয় সুবিধা গুলো সেখানেই উপলব্ধ হবে । আপনার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ।
তারপর যে রেজাল্ট আসবে সেটা এসএমএস এর মাধ্যমে আপনার ফোনে পাঠিয়ে দেওয়া হবে ।
এখন ওই সার্ভিস দেশের 11 টা ভাষায় উপলব্ধ রয়েছে ।
তাহলে আপনিও যদি ল্যান্ডলাইন থেকে বা ফিচার ফোন থেকেও আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনের সুবিধা উপভোগ করতে চান। তাহলে এক্ষুনি মিসকল দিন 1921 নাম্বারে ।
এবং যাচাই করে নিন আপনার পরিস্থিতি ।